1152
Published on সেপ্টেম্বর 28, 2020প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাগুরায় পাঁচ হাজার বৃক্ষ রোপণ করেছে যুবলীগ কর্মীরা।
জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জানান- স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা যুবলীগ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে তৃতীয় দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাটাখালী গুচ্ছগ্রামসহ বিভিন্ন রাস্তার পাশে এই পাঁচ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, দুস্থ মানুষ ও পথ শিশুদের খাবার বিতরণ করা হয়েছে।
জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলী আহমদ আহাদ, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিনসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।