1459
Published on সেপ্টেম্বর 28, 2020প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়েছে। এছাড়া আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে সখিপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। সর্বমোট ১ হাজার পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ. কে. এম. এনামুল হক শামীম। অনুষ্ঠানে মোনাজাত করেন বিশেষ অতিথি বাহাদুরপুরের পীর হযরত মাওলানা আব্দুল্লাহ্ মোহাম্মদ হাসান।
উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া। প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ এজন্য যে তার সুদৃষ্টি ছিল বলেই নড়িয়ার মানুষ এবার নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। আল্লাহ্ রাব্বুল আল-আমিন আমাদের নেত্রীকে দীর্ঘজীবী করুক। তিনি শুধু দেশ নয় পবিত্র ইসলামের জন্যও নিরলস কাজ করে যাচ্ছেন।
দোয়া শেষে মাদ্রাসার ছাত্রদের পবিত্র কোরআন শরীফ উপহার দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঘড়িষাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, সাহ আলম চৌকিদার। উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওহাব বেপারী, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্লাহ্ মুন্সি, আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল বাসার দেওয়ান ইমাম হোসাইন দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ্ মোল্লা চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ি। কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন শিকারী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদল বেপারী প্রমুখ।