"বঙ্গবন্ধু ও টেকসই বন্যা ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনাঃ প্রেক্ষিত ২০২০" শীর্ষক সেমিনার

2232

Published on আগস্ট 30, 2020
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে "বঙ্গবন্ধু ও টেকসই বন্যা ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনাঃ প্রেক্ষিত ২০২০" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০.৩০ টায় রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র কাউন্সিল হলে স্বাস্থ্য বিধি মেনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আইডব্লিউএম এর সাবেক নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন, আইইবি'র সম্মানী সাধারন সম্পাদক বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি'র পুরকৌশল বিভাগের চেয়ারম্যান আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd.

Live TV

আপনার জন্য প্রস্তাবিত