জাতীয় শোক দিবসে সাড়ে ১৮ হাজার কর্মহীন পরিবারে কুমিল্লা-৬ এর সাংসদের সহায়তা

2250

Published on আগস্ট 16, 2020
  • Details Image
  • Details Image

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি’র নেতৃত্বে সাড়ে ১৮ হাজার ৫০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতির কারণে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ,কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেল প্রমুখ। একই সময় বেলা ১২ টা কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ড ও আদর্শ সদর উপজেলার ৬ ইউনিয়নের ৫৪ টি সহ মোট ৯০ টি ম্পট থেকে একযোগে এ খাদ্য বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেকে ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ডাল ও ১ লিটার তৈল।

অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে হাজী বাহার এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বাধীন বাংলাদেশ। তিনি পরাধীন বাঙ্গালীকে স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি ঘাতকদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কারনে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণে আজ কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন,এই দূর্যোগপূর্ণ অবস্থায় করোনা পরিস্থিতিতে দলীয় নেতা-কমীদের নির্দেশ দিয়েছি, তোমরা দলের লোক হিসেবে কুমিল্লার প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াও। আমার নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অসহায় কর্মহীন মানুষের জন্য জাতীয় শোক দিবসে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত