6719
Published on মে 27, 2020করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী সাধারন ছুটির সাথে বেশ কিছু এলাকায় চলছে লকডাউন। ঠিক এমন অবস্থায় বোরো ধান পেকে যাওয়া এবং ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে বিপাকে পড়ে অসহায় কৃষকেরা। সেই সমস্ত অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা-উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
কেন্দ্রীয় ছাত্রলীগ:
মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল খাঁ বিলে কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
ঢাকা জেলা:
কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন ৯নং ওয়ার্ড়ের নতুন বাক্তারচর গ্রামের মৃত কৃষক রুহুল আমিনের স্ত্রী নাজমা বেগমের ৪ বিঘা জমির পাকা ধান সেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের আটাবই গ্রামের কৃষক আসাদ আলীর জমির ধান কাটেন এবং তা বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাভার উপজেলার ভাকুর্তা গ্রামের কৃষক জামাল মিয়ার ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের দাফুনিয়া বিলের কৃষক নুরু বাবুর্চির এক একর জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে উপজেলা ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ।
ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন নিবাসী বেলীশ্বর গ্রামের রহিমা খাতুনের ৪২ শতাংশ জায়গার ধান কেটে ঘরে তুলে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের ৪৭ শতাংশ জমির ধান কাটে এবং মাড়াই কারে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫/৭জন সদস্যবিশিষ্ট ছাত্রলীগের একটি দল উক্ত ইউনিয়নের অন্তর্গত কৃষকের ২৬ শতাংশ জায়গার ধান কেটে ঘরে তুলে দেয়।
ঢাকা মহানগর:
স্বেচ্ছাশ্রমে বর্গাচাষীর ১ বিঘা ধান কেটে দিয়েছে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ।
শরীয়তপুর জেলা :
কৃষকদের সমস্যার খবর পেয়ে নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নলতা এলাকার কৃষক আসমা বেগম এর জমির ধান ধান কেটে দিল নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। উক্ত উপজেলার মোক্তাকারেরচর ইউনিয়ন এর দরিদ্র কৃষক আইনুদ্দীন মুন্সীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় নড়িয়া উপজেলা ছাত্রলীগ।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় শ্রমিক সংকটে থাকা এক কৃষকের ৪৮ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় জাজিরা উপজেলা ছাত্রলীগ।
শরীয়তপুরের জাজিরা উপজেলার শেনের চর ইউনিয়নের কৃষক আব্দুল মালেকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের কৃষক আবুল কালাম খান ও কামরুল মুন্সীর ১৫০ শতাংশ জমির পাকা ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরঃ
গাজীপুর মহানগর এর ৫২ নং ওয়ার্ড এর তিলারগাতি গ্রামে কৃষকদের জমির পাকা ধান কেটে কাঁধে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দেয় গাজীপুর মহানগর ছাত্রলীগ কর্মীরা। এছাড়াও ৪৯নং ওয়ার্ডে কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দিয়ে আসে ছাত্রলীগের কর্মীরা।
টঙ্গী পশ্চিম থানার ৫২ নং ওয়ার্ড এর ভাদাম এলাকার কৃষকদের পাকা ধান কেটে দিয়েছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগ।
কালবৈশাখীতে বর্গাচাষি বাবুল মাতুব্বরের ২ বিঘা জমির ধান মাটিতে নুয়ে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হন তিনি। প্রান্তিক এ কৃষক তার ফলানো পাকা ধান কেটে বাড়িতে আনার মতো কোনো শ্রমিক না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। কৃষকের ২ বিঘা জমির ধান টঙ্গী থানা ছাত্রলীগের নেতাকর্মীরা কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
গাজীপুর জেলা :
গাজীপুরে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গুনিয়াকুড়ি ফকির বাড়ি এলাকায় শ্রমিকের অভাবে ধান কাটতে না পারায় সারফুল ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়া উক্ত উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে কৃষকের ধান কেটে বাড়ী নিয়ে মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের কৃষক হামিদ মিয়ার এক বিঘা জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কালিয়াকৈর পৌরসভার ৩নং ওয়ার্ডে কৃষক হাফিজ উদ্দিন এর পাকা ধান সেচ্ছাশ্রমে কেটে ধান মাড়ানো থেকে শুরু করে কৃষকদের ঘরে পর্যন্ত ধান পৌঁছে দিয়েছেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শ্রমিকের অভাবে ধান কাটতে না পারা ৩ জন কৃষকের প্রায় ৪ বিঘা জমির ধান কেটে ও মাড়াই করে দেয় কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের শেখ মান্নান হুসেনের তিন বিঘা জমির ধান কেটে দিয়েছেন কাপাসিয়া উপজেলা ও কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
নরসিংদী জেলাঃ
করোনা পরিস্থিতির মধ্যে নরসিংদী জেলার নরসিংদী সদর, পলাশ ও মাধবদীতে কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সদর উপজেলার ধামের ভাওলা হারুন মিয়ার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মদনগন্জ রোডের পাশের জমি থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
নরসিংদীর শিবপুরে কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বেলাব উপজেলায় স্বেচ্ছাশ্রমে বেলাব উপজেলা ছাত্রলীগের উদ্যেগে গরীব কৃষকের ধান কেটে দেওয়া হয়।
নরসিংদীর এক ঝাঁক ছাত্রলীগ নেতাকর্মী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামে ধান কেটে কৃষকদের বাড়ি পৌঁছে দিয়েছে।
নরসিংদী সদরের শিলমান্দী এলাকায় দিনব্যাপী ছাত্রলীগের প্রায় ৪০ জনের একটি দল অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।
নারায়নগঞ্জ জেলা :
সোনারগাঁর জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামেকৃষক আব্দুর রহিমের ধান কেটে মাড়াই করে দিয়েছে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়নের বাঘবের এলাকায় কৃষক ছাত্তার মিয়ার প্রায় ৩ বিঘা জমির ধান কেটে বাড়ীতে পৌছে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামে করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ।
টাঙ্গাইল জেলা:
টাঙ্গাইলের ভূঞাপুরের পৌর এলাকার বীরহাটি গ্রামের বর্গা চাষি খুকুর ২০ শতাংশ প্রায় তলিয়ে যাওয়া ধান কোমর পানিতে নেমে কেটে ও মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর এক অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল সখীপুর উপজেলা ছাত্রলীগ।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের দারিদ্র কৃষক মুসলেম খানের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যামুনসুর গ্রামের আজহারুল ইসলাম নামে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ।
হতদরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগ।
মির্জাপুরে আজগানা গ্রামের দরিদ্র বিধবা শামসুন্নাহার বেগমের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ।
সখীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের অসহায় ৩জন কৃষকের ৫৭ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ধলাপাড়া ইউনিয়নের দক্ষিন ধলাপাড়া গ্রামের হতদরিদ্র কৃষকের ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগ।
টাংগাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের পূর্বআউশনারা সরকার পাড়া গ্রামের দরিদ্র কৃষক সুরুজ আলীর পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জ :
গোপালগঞ্জে মুকসুদপুরে কৃষকের পাশে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় অম্বরেশ ঢালী ও মারুফ মোল্লা নামে দুই কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া করপাড়া এলাকার মিজান মোল্লার ১০ কাঠা জমির ধান কেটে দেয় সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিত্রাপাড়া বিলে রবিউল শেখ নামের এক কৃষকের ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জ সদর উপজেলার সোঁনাকুড় গ্রামের দরিদ্র চাষি সাকেরুলের ১৮ কাঠা জমির ধান কেটে দিল বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।
করপাড়া ইউনিয়নের এক বিধবার ১ বিঘা জমির ধান কেটে দিল সরকারী বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ।
কিশোরগঞ্জ :
কটিয়াদীর পৌরসভার চড়িয়াকোনার গ্রামের কৃষক হারিছ মিয়ার ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক বিধবা নারীর বোরো ধান কেটে দিলেন কটিয়াদী পৌরসভার ছাত্রলীগের কর্মীরা।
কিশোরগঞ্জ সদরের কর্শাকড়িয়াইল এলাকার বাদল মিয়া নামের এক কৃষকদের জমির পাকা বোরো ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
নিকলী গুরুই ইউনিয়নের কৃষক বরকত আলীর জমির ধান কেটে দেন নিকলী উপজেলা ছাত্রলীগ ও গুরুই ইউনিয়নের নেতাকর্মী।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চর বিশ্বনাথপুর গ্রামের মৃত কৃষক শাহাদাত হোসেনের ৩০ শতাংশ জমির ধান কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ইটনা সদরের পূর্বগ্রাম শীল হাটি গ্রামের অসহায় কৃষক সুধীন শীলের এক একর জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন এর ভাট্টা হাওরে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ফরিদপুর :
বোয়ালমারী উপজেলার সন্নিকটে বিল দাদুড়িয়ায় কৃষকের পাকাধান ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রলীগে নেতাকর্মীরা।
মানিকগঞ্জ :
মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের কৃষক সমশের মিয়ার ত্রিশ শতাংশ জমির ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের অসহায় কৃষক আবু দাউদ মিয়ার ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা ছাত্রলীগেএ নেতাকর্মীরা।
হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের আলতাব হোসেন কৃষকের ধান কেটে দিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় কৃষক জুলফিকার আলীর ক্ষেতের ধান কেটে দিলো মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
মাদারীপুর :
মাদারীপুর সদর উপজেলাধীন মস্তফাপুর ইউনিয়নে বালিয়া গ্রামের কৃষক মো: মান্নান শেখের ক্ষেতের পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিল মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগ।
মাদারীপুরের রাজৈর উপজেলায় কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সিলেট :
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল বড় বিলে বশির উদ্দিন নামে এক কৃষকের ৪২ শতক জমির ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগ।
কৃষকদের ধান কেটে দিলেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুচাই ইউনিয়ন ছাত্রলীগের এর উদ্যোগে অসহায় এক কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা দিনব্যাপী জাফলংয়ের আসামপাড়া গ্রামের একাধিক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন।
ফেঞ্চুগঞ্জে গাড়লি ছড়া বিলে কৃষক আব্দুল খালিকের ধান কেটে দিল ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
গোলাপগঞ্জ উপজেলার হাকালুকিতে পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলার দু’টি হাওরে কৃষকদের জমির ধান কাটায় সহযোগীতা করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মৌলভীবাজার :
কৃষক’দের পাশে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ
দেশের বৃহত্তম হাওর হাকালুকি এলকার কৃষকেরধান কেটে দিচ্ছেন বড়লেখা উপজেলা ছাত্রলীগ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইয়ুব আলী নামে এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে ওই কৃষকদের বাড়িতে পৌঁছে দেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। এছাড়া উপজেলার বিলাশের পাড় গ্রামের কৃষক খুশিদ মিয়ার প্রায় দুই একর জমির বারো ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
ভূনবীর এলাকার রুস্তমপুর গ্রামের কৃষক আনোয়ার মিয়ার ক্ষেতের ধান কেটে দেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সুনামগঞ্জ :
সদর উপজেলার কাঠাইর ইউনিয়নে অসহায় কৃষকের পাকা ধান কেটে দেয় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গারুলি হাওরে কৃষক আক্কাছ উদ্দিনের পাকা ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াগুটা হাওরে রনারচর গ্রামের দরিদ্র কৃষক নিরঞ্জন দাশের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের গরীব বর্গা কৃষক মোঃ শাস্তু মিয়ার ২ বিঘা ফসলি জমির পাঁকা ধান সারাদিন ব্যাপী কেটে দেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়বিল হাওরের কৃষক তাজির মিয়ার ধান কেটে বাড়িতে তুলে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামের সামনে ওইক্কার হাওরে থাকা স্থানীয় সোহেল রানা নামের এক কৃষকের দুই কিয়ার বোরো জমির পাকা ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাল্লা উপজেলার ভাটগাঁও গ্রামের অসহায় কৃষাণী তাহেরা বেগমের ৯০ শতক ধান কেটে বাড়িতে পৌঁছে দেন শাল্লা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
হবিগঞ্জ :
হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাওরে কৃষক জুয়েল মিয়ার ১ একর জমির পাকা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
চুনারুঘাট উপজেলার ৭ং উবাহাটা ইউনিয়নের অসহায় কৃষক আয়ূব আলীর ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা।
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পঞ্চিম তিমিরপুর গ্রামের দরিদ্র কৃষক সফিক মিয়ার ৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।
বরিশাল :
আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের কান্দিরপাড় এলাকার চাষী আনিচ সরদারের এক একর জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে তা মাথায় করে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা।
উজিরপুর এলকায় কৃষকের পাশে ছাত্রলীগ নেতাকর্মী।
উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের এক গরিব কৃষকের ৭০ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পটুয়াখালী :
কুয়াকাটা পৌর এলাকা, মহিপুর থানা এলাকা, সদর উপজেলার ছোটবিঘাই এলাকায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্যাড়াখালী গ্রামের কৃষক নাসির উদ্দিন মৃধার পাকা ধান কেটে তার বাড়ি পৌঁছে দেন জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
পটুয়াখালী জেলার কালিকাপুর ইউনিয়নের বেল্লাল সরদার কৃষকের ৫ কাঠা ধান কেটে বাড়ীতে পৌঁছিয়ে দেয় জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
পিরোজপুর :
ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের কৃষক মো. আলাউদ্দিন গাজীর ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের দুজন কৃষক রবি কির্তনীয়া ও রতন হালদার এর এক বিঘা ধান কেটে তাদের বাড়িতে পৌছে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের তিনজন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয় তারা।
সদর উপজেলার কদমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক মোহাম্মাদ আজীজ শেখের এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় পিরোজপুর পৌর ছাত্রলীগ।
ঝালকাঠি :
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি গ্রামের কৃষক আব্দুস সাত্তারের এক বিঘা জমির ধান কেটে আঁটি বেঁধে ঘরে তুলে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বরগুনা:
সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা এলাকার প্রান্তিক কৃষক মুজিবুর রহমানের ৮০ শতাংশ জমির বোরো ধান কেটে দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় সদর উপজেলার হাজারবিঘা গ্রামের কৃষকদের ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ময়মনসিংহ মহানগর :
ময়মনসিংহ নগরীর ২৯ নং ওয়ার্ড(উজান বারেরা) এলাকায় কৃষক সাব্বির মিয়ার মোট ১১৭ শতাংশ জমির পাকা ধান কেটে দেয় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজহার আলী মোড়ল নামে এক কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়ে তা মাড়াই করে দেয় আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ।
ময়মনসিংহ জেলা :
ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে বাইনজান গ্রামের একজন বর্গাচাষীর ১৫ কাঠা জমির ধান কেটে দিয়েছেন ফুলপুর উপজেলা ছাত্রলীগ।
উপজেলার গফরগাঁও গ্রামের কৃষক মোস্তফা মিয়া ও বিধবা বিউটি বেগমের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা ছাত্রলীগ।
ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার কৃষক ইদ্রিস আলীর ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের দরিদ্র বর্গাচাষী সৈকত মিয়ার পাকা ধান কেটে দিয়েছেন পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায় দুই কৃষকের ১০ কাঠা জমিতে ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
গফরগাঁওয়ে কৃষকের ৪০০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী।
তারাকান্দা উপজেলায় কৃষকের দুই একর জমির ধান কেটে দিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শেরপুর :
৪ নং গাজীর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চকপাড়া কড়ইকান্দা গ্রামের মোঃ কবির এবং আব্দুল করিম নামের অসহায় কৃষকের ধান ৫০ শতাংশ ধান কেটে তার গোলায় তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কৃষক মোঃ ইসরাফিল মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তোলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়ি পাড়া গ্রামের এক হতদরিদ্র কৃষকের বাড়িতে ধান কেটে আটি বেধে বাড়িতে নিয়ে দিয়ে আসলো ছাত্রলীগের নেতাকর্মীরা।
জামালপুর :
সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া হতদরিদ্র্য কৃষক আব্দুল খালেকের এক বিঘা জমির ধান কাটা থেকে শুরু করে, ধান বাঁধা এমনকি মাড়াই করতে সাহায্য করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
নেত্রকোনা :
সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের কাটপোড়া গ্রামের নূরহোইল্যা বিলে কৃষক মাশোক মিয়ার ধান কেটে মাড়াইও করে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।
সদর উপজেলার সাপমারা গ্রামের কৃষষ জামাল মিয়ার ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।।
দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে সাতাশি গ্রামের কৃষক রুস্তম আলী ও ফজলুল হকের প্রায় ৯০ শতক জমির ধান কেটে দেন ছাত্রলীগ কর্মীরা। এছাড়াও কৃষক হাফিজ উদ্দিনের দশ কাঠা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।
জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের পিয়াকান্দি গ্রামের এক অসহায় কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাকপ্রতিবন্ধি কৃষক আওয়াল মিয়ার ২০ শতাংশ (২ কাঠা) জমির বোরো ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছেন স্থানীয় ছাত্রলীগের কর্মীরা।
রংপুর :
পীরগঞ্জে ৭নং বড় আলমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজি খা গ্রামের গরীব অসহায় কৃষক মমদেল হোসেনের ৩ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ৷
তারাগঞ্জ উপজেলায় ঘনিরামপুর আদর্শপাড়া গ্রামের কৃষক মো. নাফিউল ইসলামের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগ।
দিনাজপুর :
ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের কৃষক ওহেদুল ইসলামের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।
খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের দারিদ্র্য অসহায় বিধবা কৃষক শেফালী রায়ের ৬০ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (সিনেমা হলের পিছনে) শাহ আলম নামের এক কৃষকের ৪০ শতাংশ ধান কেটে মাড়াই করে দিল ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।
কুড়িগ্রাম :
উপজেলার শমছপাড় নালার পাড় ও ফকিরের কুটি গ্রামের কৃষক কাছুয়া, কাজিম মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রৌমারী উপজেলার রৌমারী উত্তর পাড়া গ্রামের রশিদ মিয়া নামের এক আসহায় কৃষকের ৩০ শতাংশ ধান কেঁটে দিয়েছে রৌমারী উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা ।
সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নের এক বিধবা বৃদ্ধামায়ের ৬ কালী জমির ধান কেটে দিল, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সদর উপজেলার ধরলা নদীর অববাহিকায় চর ভেলাকোপা এলাকায় শফিকুল নামে এক দিনমজুরের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
চর ভেলাকোপায় কৃষকের দুই বিঘা ইরি-বারো ধান কেটে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা।
গাইবান্ধা :
সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের অসহায় বিধবা চায়না বেওয়ার ২০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় উপজেলা ও পৌর ছাত্রলীগ।
ঠাকুরগাঁও :
সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কৃষক নাসির উদ্দিনের ২৮ শতক জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাজশাহী :
মোহনপুর উপজেলা ত্রী-মহিনী বিলে এক কৃষকের দুই বিঘা ৫ কাটা জমির বোড়ো ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
তানোরে গরিব কৃষকের ২২ কাঠা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে তানোর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মী।
নাটোর :
সদর উপজেলার কাফুরিয়া বিলে দরিদ্র কৃষক আব্দুল আজিজ শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলেন না। ছাত্রলীগের নেতা কর্মিরা স্বেচ্ছায় তার জমির ধান কেটে দেয়।
গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের নজরুল ইসলামের জমিতে ধান কেটে দেয় গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সিংড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদমা এলাকার পূর্বপাড়ার কৃষক মিঠুর জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বগুড়া :
বগুড়ায় নন্দীগ্রাম উপজেলায় ফজলুর রহমান নামের এক কৃষকের ১৫ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ।
বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নের তেরোপাকি গ্রামের দরিদ্র-গরীব অসহায় কৃষকের বোরা ধান কেটে ঘরে তুলে দিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের কৃষক মেহের আলীর এক বিঘা জমির ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
নন্দীগ্রাম সদর ইউনিয়নের ইউসুবপুর এলাকার গরীব অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
বগুরা সদরের কৈপাড়ায় পানিতে ডুবে যাওয়া সামাদ ফকিরের এক বিঘ জমির থেকে ধান কেটে দিয়ে দিয়েছে জেলা ছাত্রলীগ।
সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের ৪৫ শতক জমির পাকাধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা ছাত্রলীগের ৫০ সদস্যর একটি দল।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাধীন রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর বাঁশতলা গ্রামের কৃষক মফিজ উদ্দিনের ধান কেটে ঘরে তুলে দিয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রলীগ।
সিরাজগঞ্জ সলংগা থানার ধুবিল ইউনিয়নের এক চাষির ২১ কাঠা জমির ধান কেটে মাড়াই করে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
নওগাঁ :
রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া-বিজয়কান্দী মাঠে কৃষক জিল্লুর রহমানের ৩ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আসে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।
সদর উপজেলার কৃষক আব্দুল মতিনের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মী।
পৌরসভার ১নং ওয়ার্ড ফার্সিপাড়া গ্রামের কৃষক রাকিব রাইহানের ১৮ কাঠা জমির ধান কেটে এবং মাড়াই করে বাড়িতে পৌঁছে দিলো ধামইরহাট পৌর ছাত্রলীগ।
ধামইরহাট পৌরসভার অন্তরগত ১নং ওর্য়াড এর বিধবা ঝরনা বেগমের জমিতে ধান কেটে দেয় ছাত্রলীগ।
পত্নীতলায় প্রতিবন্ধী আজাদ রহমানের ২ বিঘা জমির বোরো ধান কাটা ও মাড়াই করে দেন উপজেলা ছাত্রলীগ।
জয়পুরহাট :
পাঁচবিবি উপজেলা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দি গ্রামের অসহায় কৃষক আব্দুল পলিনের ২ বিঘা জমির ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের কৃষক আব্দুল জলিলের ৫০শতাংশ জমির ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগ।
চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামে শ্রমিক সংকটে পড়া দুজন কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা।
নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কৃষক আবদুল মতিনের ৩০ শতাংশ জমির ধান কেটে সহযোগিতা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারী :
নীলফামারী সদরের এক একর জমি থেকে ধান কেটে দিয়ে কৃষকের উঠানে মাড়াইয়ের কাজ শেষে গোলায় তুলে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
পাবনা :
পাবনা সদর উপজেলার দোগাছি উইনিয়নের রাজাপুর গ্রামের করিম শেখের দুই বিঘা জায়গার ক্ষেতের বোরো ধান কেটে মাড়াই করে কৃষকের আঙ্গিনায় পৌঁছে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা।
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের রেকাত মল্লিক ও সাইফুল ইসলামের ক্ষেতের ৭টি প্লটে ধান কাটেন পাবনা জেলা ছাত্রলীগের কর্মীরা।
সদর উপজেলার দুবলিয়া গ্রামের কৃষক ঝন্টু খানের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
চাটমোহরে বোয়ালইমারী এলাকায় খলিশাগাড়ি বিল থেকে দুই কৃষকের প্রায় ৩ বিঘা পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
খুলনা মহানগর :
খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিয়া মাড়া গ্রামের কালা ও শাহাবুদ্দীন নামের ২ কৃষকের ১৩ কাঠা জমির ধান কেটে দিলেন খুলনা মহানগর ছাত্রলীগ।
খুলনা জেলা :
বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বটিয়াঘাটা উপজেলা ৬নং বালিয়াডাঙা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর কৃষক ইশারত হোসেন এর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
খুলনার কয়রায় উত্তর বেদকাশি ইউনিয়নে কৃষকের জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
ডুমুরিয়া উপজেলায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাগেরহাট :
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকার বিলের তিনজন কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
চিতলমারীর খলিশাখালী গ্রামের অচিন্ত বিশ্বাসের এক বিঘা জমির ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্বেচ্ছাশ্রমে গরিব, হত দরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন সদর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোন্ডলা গ্রামের কৃষক দিপক কুমার শীল ও রাজিব হাওলাদার নামের দুইজন কৃষকের ৮ বিঘা জমির পাকা ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোটাপাড়া ইউনিয়নের অসহায় কৃষক মোস্তফা কামালের ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গিরিস নগর গ্রামের অসহায় কৃষক ওলিয়ার ফকিরের ৩ বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মী। তারা বিগত ১০ দিন যাবত এধান কাটা কার্যক্রম পরিচালনা করে ১০ জন কৃষকের ১৫ বিঘা জমির ধান কেটে দিয়েছেন।
নড়াইল :
নড়াইলের কালিয়ার উপজেলায় কালিয়া ঘোষপাড়ার গোপি ঘোষ নামে এক কৃষকের ধান কেটে দেয় কালিয়ার উপজেলায় ছাত্রলীগ।
দোয়া মল্লিকপুর গ্রামের অসহায় কৃষক জাহাঙ্গীর শেখ ও মিলনের এক একর জমির ধান কেটে দিয়েছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ।
সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়ারা গ্রামের দরিদ্র কৃষক সুমন্ত মজুমদারের প্রায় এক একর জমির ধান কেটে দেন শেখহাটি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।
মেহেরপুর :
গাংনী উপজেলার জোড়পুকুর মাঠে কৃষক আবদুল ওয়াহেদের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা :
জেলা সদরের বেলগাছি কুমরগাড়ির মাঠে কৃষক লাল্টুর ধান কাঁটার কাজে অংশ গ্রহণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঝিনাইদহ :
ঝিনাইদহে শ্রমিক সংকট নিরসণে চাকলাপাড়া এলাকার কৃষক হবিবর রহমানের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
৯ নং বারবাজার ইউনিয়নের বেলাট গ্রামের আব্দুল মোতালেব এর দেড় বিঘা ধান কেটে দিল কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের দরিদ্র কৃষক আলম মিয়ার ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কালীগঞ্জ পৌরসভাধীন শ্রীরামপুর গ্রামের দরিদ্র কৃষক মো মনিরুল ইসলামের ১৫ কাঠা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুস সালাম নামে এক কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
যশোর :
যশোরের বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়নের কৃষক আকরাম হোসেন ও সৈয়দ আহমেদের ৫০ শতক জমির ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
যশোরের মণিরামপুরে এক নারীসহ ৩ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দূর্গাপুর গ্রামের শাফি বেগমের ১ বিঘা এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ১২ কাঠা, কামালপুর গ্রামের ইকবাল হোসেনের ১৮ কাঠা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
যশোরের চাঁচড়া ইউনিয়নের করিচিয়া গ্রামে বোরো ধান কাটার মাধ্যমে কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগিতা করেছে জেলা ছাত্রলীগ।
যশোরের চৌগাছায় ফুলশারা গ্রামের হাবিবুর রহমানের বর্গা নেওয়া প্রায় এক বিঘা জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
যশোর জেলার শার্শা উপজেলায় কৃষকের জমির ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা।
- যশোর জেলার অভয়নগর উপজেলার ৫নং ওয়ার্ডে সরখোলা গ্রামে অসহায় কৃষক মো: জাকির মোল্যার ২৬ মন ধান মাড়াই করে ঘরে তুলে দিয়েছে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
যশোরের বাঘারপাড়ায় গলগলিয়া গ্রামের কৃষক অসীত বিশ্বাসের এক বিঘা ৫ কাঠা জমির পাকা ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগ।
কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী কৃষকের দুই বিঘা জমির ধান কেটে সহযোগিতা করেছেন।
কেশবপুর পৌরসভার ভগতি ২ নম্বর ওয়ার্ডের কৃষক বাপ্পির ১০ শতক জমির ধান কেটে সহযোগিতা করেছেন ছাত্রলীগ।
মাগুরা :
মাগুরার রায়গ্রামে কৃষক ইনজাল হোসেন মোল্লার মাঠের তিন বিঘা জমির পাকা বোরো ধান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কেটে দিয়েছেন মাগুরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মাগুরা সদরের পারলা গ্রামের দরিদ্র কৃষক মোসলেম উদ্দিন শেখের এক বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
দোয়া আঠারো খাদা ইউনিয়নের পশ্চিম বাড়িয়ালা গ্রামের অসহায় কৃষক মিটুল মিয়ার ৩০ শতক জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুষ্টিয়া :
লক্ষীখোল বানিয়াপাড়ার মাঠে এক কৃষকের জমির ধান কেটে দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের তিন হতদরিদ্র্য কৃষকের দুই বিঘা জমির ধান কাটা থেকে শুরু করে, ধান বাঁধা এমনকি মাড়াই করতে সাহায্য করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাতক্ষীরার তালায় ছাত্রলীগের ৩৫জন নেতাকর্মী উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের রাজ আলী গাজীর পশ্চিম বিলের ৭৫ শতাংশ জমিতে সকাল থেকে দুপুর পর্যন্ত পাকা ধান কেটে দেয়।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের একজন স্বামী পরিত্যক্তা অসহায় মহিলার ধান কেটে দিলো ছাত্রলীগ।
কালিগঞ্জ উপজেলার নলতা ও ভাড়াশিমলায় পৃথক দুটি স্থানে ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা দুই দরিদ্র কৃষকের ৬ বিঘা জমির পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
দেবহাটার পারুলিয়াতে খাসপাড়া এলাকায় কৃষক শহিদুল ইসলামের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিয়ে সহযোগীতা করছেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
সাতক্ষীরার কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবারা গ্রামের মো. জিন্নাত আলী বক্সের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
চট্টগ্রাম :
চট্টগ্রামে কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঠে ধান কেটে, মাঁড়াই করে তা কৃষকের বাড়িও পৌঁছে দিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার শোলকাটার সরফরাজ মিয়া নামে হতদরিদ্র এক কৃষকের ৩ দশমিক ৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
আনোয়ারার ৮ নম্বর চাতরি ইউনিয়নে বিভিন্ন এলাকায় গিয়ে তারা ধান কেটে দিয়ে কৃষকদের সহযোগিতা করেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামের বিপাকে পড়া কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
ফটিকছড়ি উপজেলার অন্তর্গত দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়নের এক কৃষক এর পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা গত কয়েকদিন ধরে কোন উপায় খুজে পাচ্ছিলো না জৈনক কৃষক, খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ এর সহ-সম্পাদক মোঃ শাবরাজ খাঁন মিরাজ- এর নেতৃত্বাধীন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে সারাদিন কাজ করে কৃষকের ফসল ঘরে ধান পৌছে দিয়েছে।
বাঁশখালী উপজেলা ১১নং পুইঁছড়ি ইউনিয়নের অসহায় এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাতকানিয়ার বাজালিয়া এলাকার কৃষক শাহজাহানের ক্ষেতের ধান কেটে তার ঘরে তুলে দিল ছাত্রলীগ।
সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের হাঙ্গুরকুল এলাকার কৃষক কুদ্দুস মিয়ার ৩০ শতক জমির ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ।
মিরসরাই উপজেলার পশ্চিম খৈয়াছড়া গ্রামের কৃষক আলাউদ্দিন মজুরীর অভাবে জমির ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। ছাত্রলীগের একদল কর্মী তার ৭২ শতক জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
উপজেলার বড় উঠান ইউনিয়নের অসহায় কৃষক মো. ওসমানের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলো কর্ণফুলী উপজেলা শাখার নেতাকর্মীরা।
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সেলিম উদ্দিনের দেড় বিঘা পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলার পারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম পারুয়া এলাকায় লেদু মিয়া নামের এক কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাশঁখালী উপজেলার আওতাধীন (০৫) নাম্বার কালীপুর ইউনিয়ন এর জনাব রশিদ আহমদ এর জমির (১০) গন্ডা ও মোহাম্মদ আনোয়ার এর জমির (০৫) গন্ডা ধান কেটে মাথায় করে বাড়িতে পৌঁছিয়ে দেয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল থেকে প্রায় একশ গজ দূরে ফতেহপুর গ্রামের রেল গেইট এলাকার কৃষক আলমের দুই কানি (চল্লিশ শতক) ধান কেটে দিল ছাত্রলীগ।
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের দক্ষিণ ফতেয়াবাদ গ্রামের অসহায় কৃষক শিমূল সেনের ১৮ শতক জমির পাকা ধান কেটে দিল ছাত্রলীগ।
আনোয়ারা উপজেলায় ৭নং ইউনিয়ন পরিষদের অর্ন্তগত বিলপুরের হত দরিদ্র কৃষক জালাল আহমেদের পাঁকা ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগ ও আনোয়ারা কলেজ ছাত্রলীগ।
রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিসখান পাড়ায় কামলা সংকটে মাঠে পাকা ধান ঘরে তুলতে না পারা কৃষক খোরশেদ আলমের ধান দিয়েছে রাউজান উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ফেনী :
সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে দুই কৃষকের প্রায় ১০০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মধ্যম ধলিয়া গ্রামের কৃষক ছোট্টনের ১শ ২০ শতাংশ জমির ধান মাঠ থেকে কেটে বাড়িতে তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।
সোনাগাজী উপজেলায় কৃষক সাহাবউদ্দিনের মাঠের ধান ঘরে তুলে দিতে ধান কাটাছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের কৃষক মোহাম্মদ বাবুলের ৮৮ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগারহাটের দরিদ্র কৃষক আবুল কাশেমের ৭০ শতক জমির পাকা ধান কেটে দিয়ে নিজেরা মাথায় করে বাড়িতে পৌঁছে দেন।
বান্দরবান :
লামা পৌরসভার সাবেক বিলছড়িতে কৃষক ফিরোজ মিয়ার ধান কেটে দেন উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ।
খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের খামার পাড়ার অসহায় এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের একঝাঁক নেতাকর্মী।
পানছড়ি উপজেলার মরাটিলা গ্রামের এক কৃষকের ২ কানি (৮০ শতক) জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে ১ কিলোমিটার পায়ে হেঁটে ঘরে তুলে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
উপজেলার উল্টাছড়ি গ্রামের কৃষক জিয়াবুল হকের দুই কানি (৮০ শতক) জমির পাকা ধান কেটে আধা কিলোমিটার পায়ে হেঁটে ঘরে তুলে দেয় পানছড়ি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
গুইমারা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক লাপাং কারবারির চার বিঘা জমির পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়। এগিয়ে আসে উপজেলা ছাত্রলীগ, ধান স্কেটে ঘরে তুলে দেয় তারা।
গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের কৃষক নাজিম উদ্দিন এর ২ একর জমির পাকা ধান কেটে দিয়েছে গুইমারা উপজেলা ছাত্রলীগ ও হাফছড়ি ইউনিয়ন ছাত্রলীগ।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে অসহায় কৃষক মংমং মার্মার ৮০ শতক জমির পাকা ধান কেঁটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রাঙামাটি :
রাঙামাটি লংগদু উপজেলার আঠারকছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সুরুজ মিয়ার ধান কেটে মাড়াই করে ঘরে পৌছে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
আটারকছড়া গ্রামের কৃষক আলী আকবরের ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের কৃষক শাহানাজ বেগমের এক চার একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাঘাইছড়ি পৌর সভার ৪ নং ওয়ার্ডের দিদারুল আলমের এক একর জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
লক্ষ্মীপুর :
পৌর আঙ্গারপাড়া খলিফা বাড়ির সংলগ্ন মাঠে জাহাঙ্গীর নামে এক কৃষকের ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগ।
রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে দুই কৃষকের প্রায় ১৩৫ শতাংশ জমি ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মী। নোয়াগাও ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কৃষক মো. সেলিম মোস্তানের ৯০ শতাংশ এবং শুক্রবার ২ নম্বর ওয়ার্ডের কৃষক মো. শাহ আলমের ৪৫ শতাংশ জমির ধান কেটে দেয়া হয়।
সদর উপজেলায় মো. বকুল নামে এক কৃষকের ২৭ কড়া জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওর্য়াডের কৃষক আবুল হোসেনের ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মী।
রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের কৃষক মোস্তফার ৪০ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।
সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নে অসহায় কৃষক মমিন মিয়ার ৪০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিল লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগ।
নোয়াখালী :
চাটখিল পৌরসভা নোয়াখালা গ্রামে কৃষক সৈয়দের ধান কেটে ঘরে তুলে দেন নোয়াখালী চাটখিলের ছাত্রলীগের নেতাকর্মীরা।
সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৬ এবং ৩ ওয়ার্ডের কৃৃষক জাফর, কামাল, আলা উদ্দিন, আব্দুল মতিনের প্রায় ৫ একর জমির ধান কেটে দেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মী।
মোহাম্মদপুর ইউনিয়নের রাজা রামপুর গ্রামের অসহায় কৃষক লিটন ও এরশাদ উল্যাহর সাত বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন কেটে ঘরে তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।
নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামের কৃষক বাবুল হোসেনের জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়া :
কসবা উপজেলা বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের কৃষক মো. রফিক মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে ছাত্রলীগের নেতাকর্মীরাই বাড়ি পৌঁছে দেন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটি গ্রামে কৃষক লিটন মিয়া (৫০) জমির ধান কেটে দিলেন জেলা ছাত্রলীগ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দের মাওলানা আকরাম হোসেন ধান কাটার শ্রমিক সংকটে বেশ দুশ্চিন্তায় ছিলেন। এগিয়ে আসে ছাত্রলীগ।
উত্তর সুহিলপুর গ্রামের কৃষক আজিজুল হকের ধানি জমির ধান কেটে তা ওই কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সদর উপজেলা ছাত্রলীগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের হতদরিদ্র কৃষকের দের কানি জমি ধান কেঁটে মারাই করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুমিল্লা :
দেবিদ্বার উপজেলায় মুক্তিযোদ্ধা, বিধবা ও অসহায় কিছু কৃষকের জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেয় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।
দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের নোয়াবগঞ্জ এলাকায় বিশাল মাঠের অর্ধশতাধিক কৃষকের ধান কেটে দেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।
কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে ‘আপনার কৃষক’ হটলাইনে ফোন পেয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে দেওয়া হয়েছে। শুক্রবার দেবীদ্বারের কুরুইন গ্রামের কৃষক রেনু মুন্সীর ৩২ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ভাইজকরা নামক গ্রামে দিগন্তজোড়া ফসলের মাঠে কৃষক মোঃ তাজুল ইসলামের পাঁকা বোরো ধান কেটে ঘরে তুলে দেয় কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার দুই কৃষকের ৬০ শতক জমির ধান কেটে দেওয়া হয়েছে। এরমধ্যে ব্রাক্ষণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দরিয়ার পাড় গ্রামের শুক্কুর আলীর জমির ৪০ শতক এবং বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের আরেক কৃষকের ২০ শতক জমির ধান কেটে বাড়ি তুলে দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।
কুমিল্লার বরুড়া উপজেলায় করোনা সংকটে ধান কাটার শ্রমিক সংকটের কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন।
হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাঁশগাড়ী গ্রামে কৃষক মো. হানিফ মিয়ার ৪৫ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে বাড়ি পৌছেঁ দেয় ছাত্রলীগ।
কুমিল্লার লাকসামে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাদ্রা গ্রামের এক কৃষকের ধানে কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে কৃষকদের ধান কাটায় সাহায্য করা হয়।
কুমিল্লা সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কৃষকদের ধান কাটায় সাহায্য করা হয়।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে কৃষকদের ধান কাটায় সাহায্য করা হয়।
মনোহরগঞ্জে বড় কেশতলা গ্রামের কৃষক আবদুর রহিম, শাফায়েত হোসেন, সালাউদ্দিন, মফিজুর রহমান, আবুল বাশারসহ কয়েকজনের প্রায় ৩০০ শতক জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
চাঁদপুর :
চাঁদপুর পৌর এলাকার রঘুনাথপুর গ্রামের কৃষক বাবুল বেপারীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন একদল ছাত্রলীগ নেতাকর্মী।
মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নে সিপাই কান্দি গ্রামের হজরত আলীর ৬সতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলো মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ
মতলব উত্তর ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিন রামপুর গ্রামের এক কৃষকের ধান কেটে,মারাই করে বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগ নেতাকর্মী।
বড়কুল পূর্ব ইউনিয়নে ধান কেটে কৃষকদের সহযোগিতা করছে ছাত্রলীগ
পৌরসভার ৭ নং ওয়ার্ড নিজমেহার গ্রামের হাজি (ছাড়া) বাড়ির মীর হোসেনের জমির ধান কেটে বাড়ী পৌঁছে দেয় চাঁদপুরের শাহরাস্তি শহর ছাত্রলীগ।
হাজীগঞ্জ উপজেলার ধেররা গ্রামের কৃষক আনোয়ার হোসেন মিজি, খাটরা গ্রামের বেপারী বাড়ীর আব্দুল লতিফ বেপারী, মমিন মুন্সী ও হোসেন মিজির প্রায় ১০০ সতাংশ জমির ধান কেটে বাড়ী পৌছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
হাইমচর উপজেলা ২নং উঃ আলগী ইউনিয়নের মহজমপুর গ্রামের অসহায় কৃষক মোঃ মুনসুর গাজীর ক্ষেতের পাকা ধান কেটে বস্তাবন্দি করে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া পালং গ্রামের কৃষক আব্দুল গনির ৮০ শতক জমির ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকায় দুই কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিল কক্সবাজার জেলা ছাত্রলীগ।
উখিয়ার জালিয়াপালং সোনাইছড়ি এলাকার কৃষক শাহ আলমের তিন বিঘা ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের ধাওন খালীর কৃষক আব্দুল গণির ৩ কানি ধান কেটে ঘরে পৌছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া খালেদা বেগমের বিঘা পাকা ধান কেটে ঘরে তুলে দেয় ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।
টেকনাফ উপজেলা আওতাধীন ৫নং বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগ কে সাথে নিয়ে ৩ নং ওয়ার্ডে হত দরিদ্র কৃষক ইসহাক আহমদ দান কেটে দেয়।
পাহাড় ঘেষা গহীন অরণ্য ইউনিয়ন ছাত্রলীগের ১০ জন নেতা কর্মীদের সাথে নিয়ে গরীব কৃষক রুহুল অামিনের ধান কেটে বাড়ি তুলে দেন।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ের ৫ নং ওয়ার্ডে অসহায় এক কৃষকের ১ খানি জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।