গুচ্ছগ্রামের বাসিন্দাদের সহায়তা দিলেন শেরপুর-৩ এর সাংসদ

1038

Published on মে 4, 2020
  • Details Image

অবহেলিত একটি গ্রামের নাম ছনকান্দা গুচ্ছগ্রাম। এটি শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর শহরসংলগ্ন। এ গ্রামে প্রায় তিন শ পরিবার রয়েছে। এর মধ্যে শতাধিক পরিবার এখনো দারিদ্র্যসীমার অনেক নিচে। তাদের আয় একেবারেই কম। এর মধ্যে করোনার ছোবল। এখন কর্মহীন হয়ে পড়ায় এসব লোকের দিন কাটছে নিদারুণ কষ্টে। একবেলা খেতে পারলেও আর দুইবেলা থাকতে হয় উপোস।

ক'দিনের টানা কর্মহীন হয়ে পড়ায় তাদের বেড়েছে কষ্টের মাত্রা। এমন সংবাদ পেয়ে রবিবার বিকালে শেরপুর ৩ আসনের এমপি এ কে এম ফজলুল হক চানের সহায়তায় এসব ছিন্নমূল দেড় শ লোকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ করা হয়। শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে দেয়া এসব উপহারসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ডাল, তেল, লবণ, আলু ও সবজি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত