অবহেলিত একটি গ্রামের নাম ছনকান্দা গুচ্ছগ্রাম। এটি শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর শহরসংলগ্ন। এ গ্রামে প্রায় তিন শ পরিবার রয়েছে। এর মধ্যে শতাধিক পরিবার এখনো দারিদ্র্যসীমার অনেক নিচে। তাদের আয় একেবারেই কম। এর মধ্যে করোনার ছোবল। এখন কর্মহীন হয়ে পড়ায় এসব লোকের দিন কাটছে নিদারুণ কষ্টে। একবেলা খেতে পারলেও আর দুইবেলা থাকতে হয় উপোস। ক'দিনের টানা কর্মহীন হয়ে পড়ায় তাদের ...