পাবনায় ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যের সবজি বাজার

2484

Published on এপ্রিল 26, 2020
  • Details Image

করোনা মোকাবেলায় লক ডাউন পরিস্থিতিতে দিন মুজুর খেটে খাওয়া মানুষ দুঃখ দুর্দশার মধ্যে। দিন কাটাচ্ছে । এরকম খেঁটে খাওয়া পরিবার এর পাশে এসে দাঁড়িয়েছে পাবনা জেলা ছাত্রলীগ এর সহ- সভাপতি হাবিবুর রহমান রিংকু ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব।

২৪ এপ্রিল দুপুরে পাবনা শহরে গোবিন্দা মহল্লায় দেখা যায় ভ্যানে করে কর্মহীন দিন মুজুর মানুষের বাড়ি বাড়ি যেয়ে তারা সবজি বিতরন করছে। সাধারণ খেঁটে খাওয়া মানুষ প্রয়োজন মত ভ্যান থেকে শাক, কুমড়া, লাউ, পটল, করলা সহ বিভিন্ন সবজি সংগ্রহ করছে। উপস্থিত মলেদা বেগম নামে এখন মহিলার কাছে জানতে চাইলে হাঁসি মুখে বলেন মানুষের বাড়িতে কাজ করি, সংসার চালাতেন, এই করোনায় সব কাজ বন্ধ হয়ে গেছে, ঘরে খাবার নাই রাতে রিংকু, পল্লব বাড়িতে আইসা চাল ডাল তেল ডিম দিয়ে আসছে তা দিয়ে চলছি এখন এই তরকারি পেয়ে আল্লাহর রহমতে কয়েক দিন ভালো ভাবে চলে যাবে।

এই উদ্যোগ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব বলেন, দেশের যে কোন দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করেছে। একজন ছাত্রলীগের কর্মী হিসেবে বর্তমান পরিস্থিতি তে দিন মুজুর মানুষ কর্মহীন মানুষেরর কষ্ট কিছুটা লাঘব করতে ও পুষ্টি চাহিদা পুরন কর‍তে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আরেক উদ্যোগত্তা পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জানান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপির অনুপ্রেরণায় মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে কেন্দ্রীয় ছাত্রলীগ এর দিকনির্দেশনায় আমরা দরিদ্র কর্মহীন শ্রমজীবি ক্ষুদার্ত পরিবার এর মাঝে সবজি ও প্রয়োজনীয় খাদ্য বিতরণ শুরু করছি। আমাদের ইচ্ছা রয়েছে রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়া৷ আশা রাখি পাবনা জেলা ছাত্রলীগ প্রতিটি নেতা কর্মী সহ সবাই মিলে এই দুর্যোগ আমরা মোকাবেলা করবো।

বিভিন্ন সময় দেখা গিয়েছে ছাত্রলীগের এই দুই নেতা করোনা মোকাবেলায় পাবনার বিভিন্ন দোকানের সামনে সামাজিক দুরত্ব বলয় তৈরী, গভীর রাতে মধ্যবৃত্ত মানুষের বাড়ি বাড়ি যেয়ে খাবার বিতরণ ও দিনে সবজি বিতরন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে। এবং মানুষ কে বিভিন্ন ভাবে সচেতন ও সহযোগিতা করছে ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত