3835
Published on এপ্রিল 24, 2020করোনাভাইরাসের কারেণ কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সদ্য প্রয়াত সাবেক ভুমিমন্ত্রী, আমৃত্য পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, পাবনা -৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) এর সংসদ সদস্য শামসুর রহমান শরীফ এর পরিবার। তাদের পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী-আটঘরিয়ার ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শামসুর রহমান শরীফের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সদ্যপ্রয়াত শরীফ সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। দেশের এই সংকটকালে তিনি বেঁচে থাকলে অবশ্যই মানুষের পাশে থেকেই সংকট মোকাবেলা করতেন। মানুশের পাশে থাকতেন। তার সারা জীবনের রাজনীতি যেহেতু এই এলাকার মানুষের জন্য ছিল তাই এই দু:সময়ে তাদের জন্য পরিবারের পক্ষ তাদের পাশে দাঁড়িয়েছেন তারা। পরিবারের পক্ষ থেকে পাবনাবাসীর কাছে সদ্য প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য শামসুর রহমান শরীফের আত্মার শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে।