মিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2130

Published on নভেম্বর 24, 2019
  • Details Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখার উদ্যোগে গত সোমবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি। সম্মেলন উদ্বোধন করেন জেলা সভাপতি সদর উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ আজগর আলী।

দলের উপজেলা সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সরওয়ার জাহান এমপি, সৈয়দা রাশিদা বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা: আমিনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে অ্যাডভোকেট আবদুল হালিমকে সভাপতি ও কামারুল আরেফিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত