অগ্নিঝরা মার্চঃ পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম

2620

Published on মার্চ 5, 2019
  • Details Image

তোফায়েল আহমেদঃ

৫ মার্চ ১৯৭১। এই দিন হরতাল কর্মসূচি পালনকালে টঙ্গীতে সেনাবাহিনীর গুলিবর্ষণে ৬ জন নিহত ও ৩৫ জন আহত হন। খুলনা ও রাজশাহীতেও যথাক্রমে ২ জন ও ১ জন নিহত হন। টঙ্গীতে ২০ হাজারেরও বেশি শ্রমিক স্বাধিকার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করলে সেনাবাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে।

এ ঘটনার প্রতিবাদে বিকেলে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বায়তুল মোকাররম থেকে বিশাল লাঠিমিছিল বের হয়। বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাংকিং লেনদেনের ওপর নতুন নির্দেশ দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ এদিন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও দেশের অন্যান্য স্থানে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ কন্ট্রোল রুম স্থাপন করে।

এদিন তাহরিক-ই-ইশতিকলাল পার্টির প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান পাকিস্তানের সংহতি বিপন্ন উল্লেখ করে অবিলম্বে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত