5454
Published on এপ্রিল 19, 2018যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় নেতা ক্যাটাগরিতে শেখ হাসিনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনেরও নাম রয়েছে।
তালিকার এ ক্যাটাগরিতে প্রিন্স হ্যারি ও তার হবু বধূ মেগান মার্কলের নাম থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেই।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সেখানে লেখা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া বাবার উত্তরাধিকার বয়ে চলা হাসিনা কখনও সংগ্রামকে ভয় পান না।
“তাই যখন গত অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসতে শুরু করে, তিনি এই মানবিক চ্যালেঞ্জ গ্রহণ করেন।”
এতে বলা হয়, এর আগে বাংলাদেশ এভাবে শরণার্থীদের ঠাঁই না দিলেও ‘জাতিগত নিধনের’ শিকার রোহিঙ্গাদের থেকে শেখ হাসিনা মুখ ফিরিয়ে নেননি।
মিয়ানমারের রাখাইনে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় শেখ হাসিনার প্রশংসা হয়েছিল ফোর্বস ম্যাগাজিন থেকেও। যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের সাময়িকীটির করা ২০১৭ সালের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় তার অবস্থানের উন্নতি হয়েছিল।
ফোর্বসের প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ অভিহিত করে বলা হয়েছিল, অং সান সু চির বিপরীত অবস্থানে দাঁড়িয়ে শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করার অঙ্গীকার করেছেন; তাদের আশ্রয়ের জন্য ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন।