ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে ‘অফিসিয়াল’ ঘোষণা করে বিজ্ঞপ্তি

2244

Published on ডিসেম্বর 25, 2013
  • Details Image

সারা পৃথিবীতে বিপুলভাবে সমাদৃত ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পথিকৃৎ হিসেবে বিবেচিত ফেসবুক (Facebook.com) এর মাধ্যমে স্বল্প সময়ে বেশি মানুষের কাছে দলের বার্তা পৌছে দেওয়া এবং মানুষের মতামত জানতে পারা যায়। ইউটিউবের মাধ্যমে সংগঠনের ভিডিওগুলি সবার কাছে সহজে ছড়িয়ে দেওয়া সম্ভব। সংগঠনের ওয়েবসাইটে সকল প্রকার দলীয় তথ্য জানতে পারবে সবাই।

এই লক্ষ্যে আরো বিপুলসংখ্যক মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে, দলীয় প্রচারণাকে আরো ব্যাপ্তি দিতে এবং দলের বিভিন্ন কর্মকান্ড সম্বন্ধে সাধারণ মানুষকে আরো সহজ উপায়ে অবহিত করতে ও তাদের মতামত যাচাই করতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ওয়েবসাইট (http://albd.org/), একটি ইউটিউব চ্যানেল (http://www.youtube.com/myalbd) এবং একটি ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949) চালু করা হয়েছে। এই পেজের সমস্ত আপডেট অর্থাৎ বিভিন্ন খবর, ছবি, ভিডিও সম্পূর্ণভাবে সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং এর দায় বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে।

কিন্তু বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নামে আরো অনেক পেজ চালু রয়েছে এবং সেসব পেজ থেকে বিভিন্ন রকমের বিভ্রান্তিমুলক তথ্য দেওয়া হচ্ছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই সকল পেজগুলোর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই এবং পেজগুলোর কোনোপ্রকার কার্যক্রমের দায়ভার দল বহন করবে না।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত