১৫ আগস্ট; ফিরে দেখা

ড. আব্দুল জব্বার খাঁনঃ খন্দকার মোশতাকের সরকার বা বিচারপতি সায়েমের সরকার কোনোটিই সাংবিধানিক ধারাবাহিকতা মেনে গঠিত হয়নি। সংবিধান মতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর দায়িত্বভার উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কাছে অর্পিত হওয়া উচিত ছিল। তা না করে সামরিক ব্যাকআপে খুনী চক্রের অন্যতম সহযোগী খন্দকার মোশতাক রাষ্ট্রপতি এবং হাস্যকরভাবে প্রথম বেসামরিক প্র...