মাহমুদ মেননঃ কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক। দেশে কোভিড-১৯ এর চিকিৎসায় হাসপাতালে শয্যা সংখ্যা প্রস্তুত রয়েছে ১৫৪৬৮টি। রোগী ভর্তি আছে ৪২৬১ জন। সারাদেশে আ্ইসিইউ প্রস্তুত রাখা হয়েছে ৫১১টি। রোগী ভর্তি আছে ২৮২। অক্সিজেন সিলিন্ডার ১২২৩৩টি। হাই ফ্লো ন্যাজল ক্যানোলা রয়েছে ২৭৭টি, অক্সিজেন কনসেন্ট্রেটর ১১০টি। এই পরিসংখ্যান ২৩ জুলাই ২০২০ তারিখের। এবার ...