কথায় বলে- বৃক্ষ তোমার নাম কী? ফলেই পরিচয়। অর্থাৎ মুখে ফাঁকা বুলির চেয়ে কাজেই যোগ্যতার প্রমাণ দিতে হয়। বীজ থেকে ফলন আসতে অনেকদিন অপেক্ষা করতে হয়, সার, সেচ ছাড়াও যত্ন নিতে হয়। বীজ যদি ভালো জাতের না হয় তবে সার-সেচ আর যত্নআত্তি ছাড়াও লম্বা সময় পর্যন্ত শ্রম আর অর্থ বিনিয়োগ পুরোটাই লোকসানের খাতায় ওঠে। তাই চাষের আগে ভালো জাতের বীজ বাছাই করা জরুরি। বীজে মাতৃগাছের গু...