মেহেদি আরিফঃ বাঙালি জাতির আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম রাজা শশাঙ্কের সময় থেকে শুরু হয়ে শেখ মুজিব পর্যন্ত চলেছিল। কিন্তু এ সংগ্রামে মুজিব ব্যতীত তারা কেউ সফল হতে পারেননি। কারণ তারা জাতিকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিলেন। পাল রাজারাও রাষ্ট্র গঠন করতে পারেননি। গৌড়ের সুলতান বাঙালি জাতিকে একটি রূপ দিতে কিছুটা সক্ষম হয়েছিলেন। কিন্তু পুরোপুরি একটা স্বাধীন জাতি রাষ্ট্র ...