এক সময় ভূমিসংক্রান্ত কাজের জন্য ভূমি অফিসে যেতে হবে শুনলেই চোখের সামনে ভেসে উঠত একটা ভয়ংকর দৃশ্য। নামজারি করতে গেলে ভূমি অফিসের দালালদের চেহারা এবং টেবিলে টেবিলে এই কাগজ সেই কাগজের জন্য ঘোরাঘুরি। একটা কাগজ বের করতে হলে অফিসের লোকজন দেখিয়ে দিত একটি বড় কক্ষ যেখানে হাজার হাজার ফাইল গাদা করা রাখা। সেখান থেকে কাগজ বের করা অনেক সময়ে ব্যাপার। বাড়তি টাকা দিয়ে ...