‘ভাষার মাস ফেব্রুয়ারি’ নিয়ে সেই কবে থেকে আমাদের প্রবল আবেগ নানা ফর্মে প্রকাশ পেয়ে এসেছে। ভাষা আন্দোলন বায়ান্ন তথা ‘একুশে’ তার উৎস, তার রূপকার। সময় তাকে পরাজিত করতে পারেনি। তবু মানতে হয়, এ আবেগের শেষ গতি যতটা নবনির্মাণে, তার চেয়ে বেশি একালের গতানুগতিক আনুষ্ঠানিকতায়। যেমন—মহান একুশের অনুষ্ঠানমালায়। তাতে একুশের স্বপ্নপূরণ হোক বা ...