বিভুরঞ্জন সরকার: সরকার যে তাদের প্রতি কঠোর হতে পারে, সরকারেরও যে নিজস্ব রাজনৈতিক লক্ষ্য, পরিকল্পনা এবং কৌশল আছে, সেটা সম্ভবত হেফাজতে ইসলাম নামের সংগঠনটির নীতিনির্ধারকরা ভুলে গিয়েছিলেন। গত কয়বছর আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নমনীয় আচরণ পেয়ে হেফাজতের কিছু নেতা বেশিমাত্রায় উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন। তারা ধরে নিয়েছিলেন, তারা যেহেতু ইসলামের হেফাজত করার নিয়তে মাঠ...