সাদিকুর রহমান পরাগ: ২০২২ পেরিয়ে ২০২৩। ক্যালেন্ডারের পাতায় সূচনা হয়েছে আরেকটি নতুন বছরের। কালপরিক্রমায় অতীতকে পিছনে ফেলে নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ। আর মানুষের সেই স্বপ্নকে ধারণ করে এগিয়ে যায় একটি দেশ। আগামীর সেই পথরেখা তৈরির জন্য অতীতের নির্মোহ মূল্যায়নও অত্যন্ত জরুরি। সেই বিবেচনায় ২০২২ সালটি বাংলাদেশের জন্য কেমন ছিল তারও পর্যালোচনা করা দরকার। ২০২২ সাল বি...