ভারতের কাশ্মীরে বর্বর জঙ্গি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

522

Published on এপ্রিল 25, 2025
  • Details Image

ভারতের কাশ্মীরে বর্বর জঙ্গি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি-সন্ত্রাসী হামলার মাধ্যমে নিরপরাধ পর্যটকদের হত্যা করা হয়েছে তার জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আমরা বিশ্বাস রাখি, বিশ্ব সভ্যতায় মানবতাবিরোধী এ ধরনের জঘন্য অপরাধের কোনো জায়গা নেই এবং এই জঙ্গি সংগঠনগুলো ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে মানুষ হত্যার মাধ্যমে ভয়াবহ বিপদের ইঙ্গিত দেয়। এই সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীকে যারা মদদ দিচ্ছে, তারাও মানবতার শত্রু এবং তাদের প্রতিও আমরা চরম ঘৃণা প্রকাশ করছি।

সন্ত্রাসের বিরুদ্ধে একত্রে দাঁড়ানোর প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই, গত ৮ মাসে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চিহ্নিত শীর্ষ জঙ্গি সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ ধর্মের ভিত্তিতে নিপীড়নের শিকার। একদিকে তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে এবং তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে। অন্যদিকে এ সকল অপরাধের সঙ্গে যুক্তদের দায়মুক্তি দেয়া হয়েছে।

আমরা ভারতের জনগণের পাশে আছি এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। আমরা বিশ্বাস করি, এই সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠীর পরাজয়ের মধ্য দিয়ে ন্যায়বিচার ও মানবাধিকার সমুন্নত হবে এবং পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
সন্ত্রাসবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৪ এপ্রিল ২০২৫

Live TV

আপনার জন্য প্রস্তাবিত