394
Published on এপ্রিল 24, 2024বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-০১ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ২৭ এপ্রিল ২০২৪ শনিবার থেকে ২৯ এপ্রিল ২০২৪ সোমবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১০:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীগণ নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ২৯ এপ্রিল ২০২৪ সোমবার বিকাল ৪:৩০ মিনিটের মধ্যে আবেদনপত্র জমা প্রদান করতে হবে।
তারিখ : ২৪ এপ্রিল ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি