বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির শ্রদ্ধা জ্ঞাপন

579

Published on মার্চ 18, 2024
  • Details Image

সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

গতকাল ১৭ মার্চ রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং উপ কমিটির সদস্য সচিব আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি-র নেতৃত্বে কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ নিরবতা পালন এবং তাঁদের বিদেহ আত্মার মাগফিরাত কামনায় দোআা করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত