আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

671

Published on ডিসেম্বর 26, 2023
  • Details Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ।

সকাল ১০টা থেকে প্রশিক্ষণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কার্যক্রম। দুই সেশনে এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটি। সারাদেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের অংশগ্রহণে হচ্ছে এ প্রশিক্ষণ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বিষয়ে, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের নৌকার সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্টদের আজকে প্রশিক্ষণ দেওয়া হবে। পোলিং এজেন্টের কাজ কী সবাই জানে, আগের নিয়মের সঙ্গে নতুন কী কী নিয়ম যুক্ত বা পরিবর্তন হয়েছে সেগুলোর বিষয়ে জানানো হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত