812
Published on ডিসেম্বর 2, 2023আগামী ৭ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যাতে ৩০০ আসনে অংশ নিচ্ছে ৩২টি দল, প্রার্থী সংখ্যা ২ হাজার ৭৪১ জন । নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচার প্রচারণা চলছে। পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাররাও প্রস্তুত হচ্ছেন।অথচ বিএনপিসহ তাদের নেতৃত্বাধীন ইসি নিবন্ধিত ১২ টি দল অংশ নিচ্ছেনা।
এর আগেও ২০১৪ সালে ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরে বিএনপি নির্বাচনে না এসে যুদ্ধাপরাধীদের দল জামায়াত কে সাথে নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে। নির্বাচন বানচাল করতে দেশে বিদেশে ষড়যন্ত্র করে দলটি। মানুষের মনে ভীতি সঞ্চার করার জন্য আগুন সন্ত্রাসের উৎসব এবং ব্যাপক সহিংসতা করে দলটির নেতা কর্মীরা। এসব অগ্নি সন্ত্রাস এবং সহিংসতায় প্রাণ গেছে শত শত মানুষের। কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপি কে বয়কট করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখে।
এরপর ২০১৮ সালে আবারো নির্বাচন বানচালের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে নির্বাচনে আসতে বাধ্য হয় বিএনপি জোট। নেতৃত্বশূন্য বিএনপি ডঃ কামাল হোসেনকে সামনে দিয়ে নির্বাচনে আসলেও সাধারণ ভোটারদের সমর্থন পাচ্ছে না বুঝতে পেরে নির্বাচনের দিন দুপুরে নির্বাচন থেকে সরে আসে।
জনসমর্থন হারানো দলটি ২০১৮ এর নির্বাচনের পর থেকেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র শুরু করে। এজন্য তারা কোটি কোটি ডলার খরচ করে বিদেশে লবিষ্ট নিয়োগ করে। আসন্ন নির্বাচনকে বানচালের জন্য আবারো ২০১৪ ২০১৫ সালের মতো অগ্নি সন্ত্রাস, সহিংসতা শুরু করে।
সারাদেশের মানুষ যখন উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করার জন্য অপেক্ষায় তখনও বিএনপি নির্বাচন বানচালের চেষ্টায় হরতাল অবরোধের নামে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। কিন্তু গণতন্ত্রের প্রতি শদ্ধাশীল,যারা গণতন্ত্রে বিশ্বাস করে এমন অনেক বিএনপি নেতারা দল ত্যাগ করে নির্বাচনে অংশ নিচ্ছেন। যারা আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন এবং রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন তারা এখন আওয়ামী লীগসহ তাদের সমমনা দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এরমধ্যে বিএনপির বেশ ক’জন কেন্দ্রীয় নেতাসহ সাবেক মন্ত্রী, এমপিরাও আছেন।
এ থেকে প্রমাণিত হয় বিএনপি শুধু অগতান্ত্রিক দল নয় বিএনপি একটি গণতন্ত্র বিরোধী দল।