বাস্তবতা বনাম বিএনপি'র মিথ্যাচারঃ সারাদেশে ধরা পড়া অগ্নিসন্ত্রাসীদের স্বীকারোক্তিতে উঠে এসেছে বিএনপি-জামাতের বিধ্বংসী পরিকল্পনার কথা

725

Published on নভেম্বর 26, 2023
  • Details Image

সারাদেশে হরতাল-অবরোধ সফল করার লক্ষ্যে বাসে-ট্রাকে আগুন দিতে গিয়ে যারা ধড়া পড়েছে তাদের স্বীকারোক্ত ও ভিডিও ফুটেজে উঠে এসেছে কীভাবে বিএনপি-জামাতের নেতাকর্মীরা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে। 

যেখানে বিএনপি নেতারা ক্রমাগত নিজেদের পরিছন্ন ইমেজ ধরে রাখার জন্য নাশকতার অভিযোগ অস্বীকার করে চলেছেন, সেখানে এই ভিডিও ফুটেজ, ছবি ও সন্ত্রাসীদের স্বীকারোক্তি  তাদের সেই চেষ্টায় বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এইসব ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় দেশজুড়ে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে।

দলটির নেতারা এসব সন্ত্রাসীরা টাকা ও দলীয় পদের লোভ দেখাচ্ছেন এমনকি সংসদ সদস্য বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলেও অনেকে স্বীকার করেছেন।  কর্মীরা বাসে আগুন দেওয়ার কীর্তি ভিডিও করে দলের সিনিয়র নেতাদের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। টাকা দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকেই নিরাপদ মনে করছে তারা।

তাছাড়া, রাস্তায় সহিংসতা ছড়ানোর উদ্দেশ্য নিয়ে বিএনপি নেতারা পেশাদার বোমা প্রস্তুতকারকের পাশাপাশি রিক্সাচালকসহ নিম্নবিত্ত লোকদের ভাড়া করেছেন বলে গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে।

চলুন দেখে নিই বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের কিছু ভিডিও ফুটেজ, একই সাথে সন্ত্রাসীদের পরিচয় এবং আগুন সন্ত্রাস ও পুলিশের ওপর হামলার  সাথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সম্পৃক্ততার সত্যতা।

 

২৮ অক্টোবর ২০২৩, সহিংসতার জন্য ২০০ থেকে ২৫০ টাকার বিনিময়ে লোক ভাড়া করেছিলো কিছু রাজনৈতিক দল। এর মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শরিক দল 'জনতার অধিকার পার্টি'। সম্প্রতি সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দলটির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

২৮ অক্টোবরে ২০২৩, নাশকতার ‘মূল পরিকল্পনাকারী’ ছাত্রদল নেতা গ্রেফতার

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার মূল পরিকল্পনাকারী ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম মাহমুদকে গ্রেফতারের করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

২৮ অক্টোবর ২০২৩,  চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশ আটটি ককটেল ও গান পাউডার উদ্ধার করেছে।

১ নভেম্বর ২০২৩, গাজীপুর যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় কলিমুদ্দিন ও জুলহাস নামে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাতে স্থানীয় চতর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

১ নভেম্বর ২০২৩ জিয়ার সৈনিক স্লোগানে বাসে আগুন, পালানোর সময় বিএনপির দুই কর্মী আটক

গত ১ নভেম্বর সাভারের হেমায়েতপুরে মধুমতি মডেল টাউনের সামনে রিমি ট্রাভেলসের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ।  জিয়ার সৈনিক স্লোগান দেয়া ৫০ থেকে ৬০ জনের মিছিল থেকে বাসটিকে টার্গেট করে প্রথমে ভাঙচুর, পরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের ঘটনায় আলীম আর সোহেল নামে দুজনকে আটক করেছে পুলিশ।

১ নভেম্বর ২০২৩, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুর করে আটক ব্রাহ্মনপাড়া উপজেলার ছাত্রদল নেতা আোঃআশিকুর রহমান, মোজাম্মেল আখন্দ তানিম ও রহমতউল্লাহ

২ নভেম্বর ২০২৩, বরিশাল জেলার বানারীপাড়ায় ককটেলসহ আটক বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ।

আসামিরা হলেন বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ফারুক, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, সদস্য নাসির ফকির, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, বানারীপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জন মোল্লা।

https://www.banglanews24.com/national/news/bd/1217449.details

৫ নভেম্বর ২০২৩ রাজধানীর উত্তরায় পুলিশের টহলরত সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য ও এক আনসার আহত হয়েছেন।

রোববার সকালে হাউস বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাজী মো. হাসান (৩২) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ।

৫ নভেম্বর ২০২৩ ,পেট্রোলবোমা, গানপাউডারসহ বাসে আগুন দেয়ার চেষ্টাকালে বংশাল থানাধীন ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেনকে (২৯) আটক করে বংশাল থানা পুলিশ

https://www.somoynews.tv/news/2023-11-05/yQ1ZLx3C

৫ নভেম্বর ২০২৩,  রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রীবেশে মিডলাইন পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মিজানুর রহমান ও আলামিন নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে তারা জানায় ৮ হাজার টাকা চুক্তিতে তারা আগুন দেয়। তাদের এই দায়িত্ব দেয় পল্টন এলাকার বিএনপি নেতা লোকমান হোসেন ফকির। আগুন দেওয়ার ঘটনা ঘটে ১ নভেম্বর।

৬ নভেম্বর ২০২৩,  রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। পরে এ ঘটনায় যুবদলকর্মী উজ্জ্বল পেডা ও মিলন আহমেদ শুভকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি।

৬ নভেম্বর ২০২৩, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে যাত্রীবেশে বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা ছাত্রদলে যুগ্ম আহবায়ক আমির হোসেন রকিকে এক সহযোগীসহ গ্রেফতার করে সিটিটিসির। তার নেতৃত্বেই বিএনপির কর্মীরা মুগদাপাড়া আইডয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মিডলাইন বাসে অগ্নিসংযোগ করে।

৮ নভেম্বর ২০২৩, রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

৯ নভেম্বর ২০২৩ রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রল ও লাইটারসহ বিএনপির দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।

১৩ নভেম্বর ২০২৩, নাশকতা করার প্রস্তুতির সময় রংপুরে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকসহ ১০ জন  বিএনপি-জামাত নেতাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ

১৩ নভেম্বর ২০২৩, রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)-কে আটক করে র‌্যাব।

১৩ নভেম্বর ২০২৩, নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দুইটি টায়ার ও চার বোতল পেট্রোল জব্দ করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।

১৪ নভেম্বর ২০২৩, রাজধানীর ডেমরা এবং যাত্রাবাড়ি এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ইউসুফ মিয়া ৬৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। বাকি দুজনের একজন সদস্য সচিব আরেকজন কর্মী।

১৫ নভেম্বর ২০২৩ মিরপুরে বিআরটিসি বাসে আগুন দেওয়ার সময় বিএনপির ৩ কর্মী আটক করে পুলিশ। আটক হাফিজুর, শহিদুল ও শামিম তিন জনই মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী। নাশকতাকারীরা ৫ হাজার টাকার বিনিময়ে আগুন দেয়ার কাজ করেন বলে আসামিরা স্বীকারোক্তি দিয়েছে ।।

১৬ নভেম্বর ২০২৩, বরিশালের উজিরপুর থেকে ককটেলসহ শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হল, জাহিদুল ইসলাম (২০), গোলাম কিবরিয়া (২৪), মাহাবুব ফকির (১৯), রাকিবুল ইসলাম (১৬), সায়মন তালুকদার (২০), মেহেদী হাসান (২০), আবু সাঈদ হাওলাদার (২৫)।

https://www.banglanews24.com/national/news/bd/1226203.details

১৬ নভেম্বর ২০২৩, সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা

https://www.somoynews.tv/news/2023-11-16/X54N2xB4

১৮ নভেম্বর ২০২৩, রাজধানীর কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। আটক যুবকের নাম সিয়াম (১৮)

১৮ নভেম্বর ২০২৩, রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় জড়িত পল্লবী থানা যুবদলের চারজনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া চারজন বিএনপির কর্মী - আল মোহাম্মদ চাঁন , মো. সাগর , মো. আল আমিন ওরফে রুবেল ও মো. খোরশেদ আলম ।

https://www.somoynews.tv/news/2023-11-21/W6HvJxFM

২০ নভেম্বর ২০২৩, যশোরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের সময় মাসুম বিল্লাহ (১৮) ও রাজু আহম্মেদ (২৬) দুই নাশকতাকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

https://www.risingbd.com/bangladesh/news/529582

২০ নভেম্বর ২০২৩ রাজধানীতে ককটেল তৈরির সময় বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

২০ নভেম্বর ২০২৩ বাসে অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে মশাল ও কেরোসিনসহ এক বিএনপি নেতা ও তার সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

২০ নভেম্বর ২০২৩, রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিআরটিসির দোতলা বাসে আগুন দেয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল আলম টুটুল (৪৫) কে আটক করা হয়েছে। তিনি রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের-যুগ্ম আহ্বায়ক।

২২ নভেম্বর ২০২৩, বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে পেট্রল ঢেলে দুটি ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে খোকন (৩৭), জামায়াতের কর্মী শহিদুল ইসলাম (৪৫), খামারকান্দি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে খোকা (৪৫), বিএনপির কর্মী রেজাউল করিম (৪৩) এবং সীমাবাড়ি ইউনিয়নের বিএনপির কর্মী আলী রেজওয়ান (৬০)

২২ নভেম্বর ২০২৩, টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজনের একজন নুরুল ইসলাম টঙ্গী থানা যুব দলের নেতা। বাকী দুজন যুবদলের কর্মী

২২ নভেম্বর ২০২৩, রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরাগামী প্রজাপতি পরিবহনে যাত্রীবেশে আগুন দিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে মামুন নামের এক বিএনপি কর্মী ।

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত