757
Published on নভেম্বর 26, 2023বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে নগরের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে রোববার (২৬ নভেম্বর) শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার (২৪ নভেম্বর) রাতে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৬ নভেম্বর ) বিএনপি-জামায়াত সহ স্বাধীনতাবিরোধী অপশক্তির নাশকতা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিরোধে এবং জনগণের জানমালের নিরাপত্তার সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অযৌক্তিক অবরোধের প্রতিবাদে ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের অবস্থানের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।