বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত অর্থ ও পরিকল্পনা উপকমিটির শ্রদ্ধা নিবেদন

794

Published on নভেম্বর 1, 2023
  • Details Image

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির নব নির্বাচিত সদস্যগণ উপ-কমিটির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-র নেতৃত্বে আজ (বুধবার) রাজধানীর ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান ডক্টর মসিউর রহমান বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড বাংলাদেশের সকল নাগরিকের কাছে তুলে ধরতে হবে | বর্তমানে সারাবিশ্বে চরম অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখে অর্থনীতির চাকা সচল রেখেছি | দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে |

উক্ত সভায় কমিটির নব-নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে কমিটির সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে | কোন অপশক্তির কাছে মাথা নত করা চলবে না | আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে সকলের মাঝে তাঁর উন্নয়ন মহাযজ্ঞ প্রচার করতে হবে। এর মাধ্যমেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

সভায় কমিটির সদস্যগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত