718
Published on আগস্ট 9, 2023ঢাকার আশুলিয়ায় বিকাশ বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার অভিযোগে করা মামলায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত এক ভিডিও পোস্ট করে লেখেন, মির্জা ফখরুলের মিথ্যাচার সামনে নিয়ে এলো গণমাধ্যম।
তিনি আরও লেখেন, '২৯ জুলাই আশুলিয়ার ঢাকা আরিচা মহাসড়কের একটি বাসে সন্ত্রাসী হামলার ভিডিও ফুটেজ মিলেছে যেখানে স্পষ্ট দেখা গেছে, সেখানে অনেকের সঙ্গে ভাংচুর ও অগ্নিসংযোগের সময় উপস্থিত ছিলো এক বিএনপি নেতা। ভিডিওতে দেখুন।'
ভিডিওতে দেখা যায়, বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং আশুলিয়ায় বিকাশ বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতারকৃতদের। অগ্নিসংযোগের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পরিচয়- ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান, ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস।
ঘটনায় ক্ষতিগ্রস্ত বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে তদন্ত শেষে পুলিশ তাদের গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভিডিওতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও পুলিশের তদন্ত প্রতিবেদন থেকে বেড়িয়ে আসা বিএনপি নেতাদের উপস্থিত থাকার বিষয়টি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখান সজীব ওয়াজেদ।