বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত

1867

Published on জুন 10, 2023
  • Details Image

আজ ৯ জুন ২০২৩ শুক্রবার সন্ধ্যা ৭টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ আলী আরাফাত-কে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো- 

পৌরসভা নির্বাচনঃ

জেলার নাম

উপজেলার নাম

পৌরসভার নাম

প্রার্থীর নাম

সিরাজগঞ্জ

তাড়াশ

তাড়াশ

মোঃ আব্দুর রাজ্জাক

যশোর

শার্শা

বেনাপোল

মোঃ নাসির উদ্দীন

পিরোজপুর

ভান্ডারিয়া

ভান্ডারিয়া

মোঃ ফাইজুর রশিদ

পিরোজপুর

মঠবাড়িয়া

মঠবাড়িয়া

মোঃ আফজাল হোসেন

শরীয়তপুর

গোসাইরহাট

গোসাইরহাট

জাকির হোসেন দুলাল

কুমিল্লা

দেবিদ্বার

দেবিদ্বার

মোঃ সাইফুল ইসলাম

চাঁদপুর

মতলব উত্তর

ছেংগারচর

মোঃ আরিফ উল্যাহ সরকার

চট্টগ্রাম

চন্দনাইশ

দোহাজারী

মোহাম্মদ লোকমান হাকিম

বান্দরবান

বান্দরবান সদর

বান্দরবান

মোঃ সামসুল ইসলাম

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ

জেলার নাম

উপজেলার নাম

ইউনিয়নের নাম

প্রার্থীর নাম

ঠাকুরগাঁও

হরিপুর

আমগাঁও

উমাকান্ত ভৌমিক

নীলফামারী

ডিমলা

গয়াবাড়ী

মোঃ আমজাদ হোসেন সরকার

নীলফামারী

ডিমলা

টেপাখড়িবাড়ী

মোঃ রফিকুল ইসলাম

নীলফামারী

ডিমলা

খগাখড়ীবাড়ী

মোঃ জাহাঙ্গীর আলম

নীলফামারী

জলঢাকা

গোলনা

মোঃ জাহেদ আলী

গাইবান্ধা

সুন্দরগঞ্জ

চন্ডিপুর

মেহেদী মোস্তফা

গাইবান্ধা

গোবিন্দগঞ্জ

তালুককানুপুর

মোঃ মাসুদ আলম

জয়পুরহাট

ক্ষেতলাল

বড়াইল

মোঃ আবু রাশেদ আলমগীর

রাজশাহী

পবা

হরিয়ান

মোঃ আবুল হোসেন

নওগাঁ

সাপাহার

তিলনা

মোঃ আব্দুল মান্নান

যশোর

মনিরামপুর

হরিহরনগর

মোঃ জহুরুল ইসলাম

চুয়াডাঙ্গা

জীবননগর

আন্দুলবাড়ীয়া

মির্জা হাকিবুর রহমান

ঝিনাইদহ

শৈলকুপা

হাকিমপুর

ওয়াহিদুজ্জামান

বাগেরহাট

শরণখোলা

সাউথখালি

মোঃ ইমরান হোসেন

পটুয়াখালী

দুমকি

লেবুখালী

মোঃ তুহিন

পটুয়াখালী

দুমকি

শ্রীরামপুর

আমিনুল ইসলাম (ছালাম)

পটুয়াখালী

পটুয়াখালী সদর

বদরপুর

বি, এম, শাহজাহান পারভেজ

বরিশাল

মেহেন্দীগঞ্জ

আলিমাবাদ

মোঃ ইমরান হোসেন

ভোলা

চরফ্যাশন

মুজিবনগর

আব্দুল ওয়াদুদ মিয়া

ঝালকাঠি

ঝালকাঠি সদর

পোনাবালিয়া

মোঃ ফারুক হোসেন

পিরোজপুর

কাউখালী

শিয়ালকাঠী

গাজি সিদ্দিকুর রহমান

পিরোজপুর

নেছারাবাদ

গুয়ারেখা

ফারজানা আক্তার

টাঙ্গাইল

কালিহাতী

বীরবাসিন্দা

মোঃ আঃ খালেক

টাঙ্গাইল

কালিহাতী

পারখী

মোঃ আজিজুর রহমান তালুকদার

টাঙ্গাইল

সখিপুর

হাতীবান্ধা

রনি আহমেদ

টাঙ্গাইল

সখিপুর

হতেয়া রাজাবাড়ী

মোঃ গিয়াস উদ্দিন

টাঙ্গাইল

সখিপুর

বড়চওনা

মোঃ ইউসুফ আলী ভূইয়া

টাঙ্গাইল

সখিপুর

কালিয়া

দেলোয়ার হোসেন সাথী

সিলেট

বিশ্বনাথ

অলংকারী

শাহ তাজুল ইসলাম মাইকেল

সিলেট

বিশ্বনাথ

রামপাশা

আরব আলী

সিলেট

বিশ্বনাথ

দৌলতপুর

মোঃ ওয়াহাব আলী

সিলেট

বিশ্বনাথ

বিশ্বনাথ

মোঃ আব্দুল জলিল হিরন মিয়া

সিলেট

বিশ্বনাথ

দেওকলস

মোঃ আবুল কালাম (জুয়েল)

সিলেট

জকিগঞ্জ

কসকনকপুর

মোহাম্মদ আফজাল হোসেন

কুমিল্লা

সদর দক্ষিণ

জোড়াকানন পশ্চিম

মোঃ হাসমত উল্লাহ

চট্টগ্রাম

সন্দ্বীপ

কালাপানিয়া

মোঃ আলিমুর রাজী

কক্সবাজার

মহেশখালী

ধলঘাটা

আহছান উল্লাহ

খাগড়াছড়ি

দীঘিনালা

বাবুছড়া

অনুপম চাকমা

খাগড়াছড়ি

মানিকছড়ি

যোগ্যাছোলা

আবদুল মতিন

তারিখ : ৯ জুন ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত