বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

1048

Published on মে 21, 2023
  • Details Image

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সভা আজ বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আনিসুর রহমান ও মোঃ গোলাম কবীর রাব্বানী চিনু।

সভায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-কে বিজয়ী করার লক্ষ্যে আগামী ২৬ মে ২০২৩ শুক্রবার বিকাল ৩টায় এবং ১ জুন ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩টায় গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সভায় উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

২৬ মে ২০২৩ শুক্রবার, অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন :
১. বরিশাল মহানগর আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ।
২. বরিশাল মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
৩. বরিশাল জেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ।
৪. বরিশাল জেলার অন্তর্গত সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
৫. বরিশাল জেলার অন্তর্গত সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ ও পৌরসভার মেয়রবৃন্দ।

১ জুন ২০২৩ বৃহস্পতিবার, অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন :
১. বরিশাল বিভাগের সকল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
২. বরিশাল বিভাগের অন্তর্গত সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ (বরিশাল জেলা ব্যতীত)।
৩. বরিশাল বিভাগের অন্তর্গত সকল জেলা পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা চেয়ারম্যানগণ এবং পৌরসভার মেয়রগণ (বরিশাল জেলা ব্যতীত)।

তারিখ : ২১ মে ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত