1027
Published on মে 16, 2023বিশ্ব মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা -২০২৩, ১৩ মে শনিবার ২০২৩ তারিখ বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বর্ধিতসভায় সকল কেন্দ্রীয় এবং সাংগঠনিক জেলার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/যুগ্ম আহ্বায়কসহ প্রায় ৯০ ভাগ সদস্য উপস্থিত ছিলেন। জাতীয় পরিষদের ৭০ ভাগ সদস্য উপস্থিত ছিলেন। ৭৯টি সাংগঠনিক জেলার ৭৫ টিকে আমন্ত্রন জানানো হয়েছে, উপস্থিতি ছিল শতভাগ। ৬৮টি সাংগঠনিক জেলা পূর্ণাঙ্গ সাংগঠনিক রিপোর্ট জমা দিয়েছেন।