বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

597

Published on এপ্রিল 15, 2023
  • Details Image

আজ ১৫ এপ্রিল ২০২৩ শনিবার সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো।

সিটি কর্পোরেশন নির্বাচন

সিটি কর্পোরেশনের নাম- প্রার্থীর নাম
রাজশাহী- এ,এইচ, এম খায়রুজ্জামান (লিটন)
খুলনা- তালুকদার আব্দুল খালেক
বরিশাল- আবুল খায়ের আব্দুল্লাহ
গাজীপুর- এডঃ মোঃ আজমত উল্লা খান
সিলেট- মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী

উপজেলা পরিষদ নির্বাচন
জেলার নাম- উপজেলার নাম- প্রার্থীর নাম
ময়মনসিংহ- তারাকান্দা- মোঃ ফজলুল হক
সুনামগঞ্জ- জগন্নাথপুর- মোঃ নুরুল ইসলাম
চট্টগ্রাম- সন্দ্বীপ- মোহাম্মদ মাঈন উদ্দীন

পৌরসভা সাধারণ নির্বাচন

জেলার নাম- উপজেলার নাম- পৌরসভার নাম- প্রার্থীর নাম
বগুড়া- দুপচাঁচিয়া- তালোড়া- মোঃ আমিরুল ইসলাম (বকুল)
টাঙ্গাইল- বাসাইল- বাসাইল- আব্দুর রহিম আহমেদ
নারায়ণগঞ্জ- আড়াইহাজার- আড়াইহাজার- মোঃ সুন্দর আলী
নারায়ণগঞ্জ- আড়াইহাজার- গোপালদী- এম এ হালিম সিকদার
কক্সবাজার- কক্সবাজার- কক্সবাজার- মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন

নীলফামারী -কিশোরগঞ্জ- চাঁদখানা- মোঃ মোস্তাফিজার রহমান
পিরোজপুর- নাজিরপুর- নাজিরপুর- তানভীর হাসান ডালিম
পটুয়াখালী- মির্জাগঞ্জ -কাকড়াবুনিয়া- মোঃ জাহাঙ্গীর আলম
ভোলা- দৌলতখান- চরপাতা- আব্দুল হাই
নেত্রকোণা- নেত্রকোণা- সদর দক্ষিণ বিশিউড়া- মোঃ আব্দুর রহমান
কুমিল্লা- মেঘনা- চন্দনপুর- সেলিম আহাম্মেদ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত