তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরিদাতা হবেন

732

Published on মার্চ 13, 2023
  • Details Image

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধানির্ভর অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে।’ এ ক্ষেত্রে অবশ্য এক্ষেত্রে সরকার, ব্যবসায়ী এবং অ্যাকাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রবিবার (১২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিটে এক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথি হিসেবে প্লানারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দেশে ব্যবসায়িক পরিবেশ তৈরির সুফলের বিষয় তুলে ধরে বলেন, ‘বিকাশ এখন মোবাইল ফাইন্যান্সিয়ালে চ্যাম্পিয়ন, সবার হাতেই এখন একটা করে মোবাইল আছে। বাংলাদেশে এখন সরাসরি বিদেশি বিনিয়োগ আসছে। কোভিডে ই-কমার্স ব্যবসা-বাণিজ্যের লাইফলাইনে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য— ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলা। কৃষি, পোশাক ও প্রবাসী আয়ই ছিল এতদিন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এখন শ্রম থেকে আমরা প্রযুক্তিনির্ভর হয়েছি। আমরা মনে করি, ওই সময়ের মধ্যে আমাদের উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরিদাতা হবেন। সমস্যার সমাধানকারী তৈরি করবে। সবশেষে আমরা স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলবো। এভাবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধানির্ভর অর্থনীতি এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ।’

মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন, বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামাল কাদির, দারাজের প্রধান নির্বাহী বি. মিকালসেন, আজিয়াটার পরিচালক বিবেক সুদ, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এবং টেলিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব টেলিনর (এশিয়া) জে. এ রোস্টরাপ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত