নোয়াখালীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

985

Published on ফেব্রুয়ারি 28, 2023

বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে নোয়াখালীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শহরের আবদুল মালেক উকিল সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নোয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেনু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিল আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী।

আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিলুফা কমরেড, লিলি রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবরিনা মাহজাবিন জয়ন্তী, উম্মে ফাতেমা মায়া, নোয়াখালী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাজেরা পারভিন রানু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নোয়াখালী জেলার সকল উপজেলায় একিভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত