মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

1003

Published on ফেব্রুয়ারি 23, 2023
  • Details Image

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে মেহেন্দিগঞ্জের দক্ষিণাঞ্চলের ৪টি ইউনিয়ন আলিমাবাদ, শ্রীপুর, চরগোপালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩ টায় স্থানীয় লেঙ্গুটিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহাম্মেদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুছ, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মনসুর আহাম্মেদ।

এছাড়াও বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহাম্মেদ, কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জিল্লুর রহমান, চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক সামসুল বারী মনির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মকিম তালুকদার, খোরশেদ আলম ভুলু, আবদুল জব্বার কানন, ব্রজগোপাল দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আঃ মোতালেব জাহাঙ্গীরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত