686
Published on ফেব্রুয়ারি 16, 2023গাজীপুরে দরিদ্র পরিবারগুলোর অনাবাদি কৃষিজমি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চাষাবাদ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির চারাগাছ, সবজি বীজ, সারসহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর সদর উপজেলায় আবাদযোগ্য কৃষিজমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এমন পরিবারগুলোর তালিকা তৈরি করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি। এর পাশাপাশি মাছ চাষে উপযোগী পুকুরগুলোরও তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে অনাবাদি কৃষিজমিগুলো চাষাবাদ কার্যক্রম শুরু হয়েছে গেল জানুয়ারি মাস থেকে।
দরিদ্র পরিবারগুলোর চাষাবাদ কার্যক্রমের পাশাপাশি উৎপাদিত সবজি ন্যায্য মূল্যেতে বিক্রি করে দেয়ারও উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবকলীগ। দরিদ্র পরিবারগুলো এতে আর্থিকভাবে লাভবান হয়ে নিজ উদ্যোগে চাষাবাদ শুরু করার আগ পর্যন্ত সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সদর উপজেলার রুদ্রপুর গ্রামে বিধবা ঘৃতমনি বর্মন ও গুচ্ছগ্রামে মনির হোসেনের ক্ষেতে সবজি, ফলসহ অন্যান্য চারা রোপন করেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য বক্তিরা।
গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ্ মো. ওমর ফারুক বলেন, আহ্বায়ক কমিটির সকল সদস্যদের নিজ বাড়িতে অনাবাদি জমি আবাদ করতে অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি প্রত্যেক সদস্যকে কমপক্ষে পাঁচটি পরিবারকে অনাবাদি জমি আবাদের আওতায় আনতে উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি গ্রামে অনাবাদি কৃষিজমিগুলো কৃষি কাজের আওতায় আনতে স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।