737
Published on ফেব্রুয়ারি 9, 2023রংপুরে অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে নগরীর টাউন হল অডিটোরিয়ামে ৭ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল এর সঞ্চালনায় ও সভাপতি এস এম সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহবায়ক এ কে এম ছায়াদাৎ হোসেন বকুল, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে রংপুর জেলার আওতাধীন সকল ইউনিটের মাঝে আরও ৬ শতাধিক শীতবস্ত্র অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য ইউনিটের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।