চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের উপ-নির্বাচনে নৌকার পক্ষে প্রচারনায় বাংলাদেশ ছাত্রলীগ

783

Published on জানুয়ারি 25, 2023
  • Details Image

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে উপ-নির্বাচনে প্রচারণার জন্য ২২ ও ২৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদকে বিজয়ী করার লক্ষে ২২ জানুয়ারি জেলা ছাত্রলীগ আয়োজিত প্রতিনিধি সভায় ও পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দুইটি পথসভায় এবং গণসংযোগে অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমানকে বিজয়ী করার লক্ষে ২৩ জানুয়ারি জেলা ছাত্রলীগের আয়োজনে নাচোল উপজেলায় গণসংযোগ ও পথসভা, গোমস্তাপুর উপজেলায় পথসভা ও প্রতিনিধি সভা এবং ভোলাহাট উপজেলায় প্রচার মিছিল ও পথসভায় অংশগ্রহণ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নৌকাকে বিজয়ী করতে অতীতের মতো ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ প্রদান করেন এবং সেই স্থানে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য নিজেদের উপযুক্ত স্মার্ট সিটিজেন হওয়ার বিষয়ে আলোকপাত করেন। জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক এর সঞ্চালনায় দুইটি প্রতিনিধি সভা ও দুইটি পথসভার প্রত্যেকটিতেই হাজারের অধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সফর করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক সফরের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ জানান, "বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংগঠনিক সফর হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসায় এটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং সেই সাথে তাদের উপস্থিতি ও দিক-নির্দেশনায় তৃণমূলের নেতা-কর্মীরা আরো বেশি উজ্জীবিত ও প্রাণবন্ত হয়ে নৌকার বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।"

Live TV

আপনার জন্য প্রস্তাবিত