780
Published on জানুয়ারি 21, 2023বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই দেশ একমাত্র নিরাপদ। তাঁর হাত থেকে যদি অন্য কারও হাতে যায়, তাহলে দেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।
আগামী ১লা ফ্রেবুয়ারি জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে শুক্রবার(২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওদুদ এর নৌকার মার্কার বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন,‘দেশ আজ উন্নয়নের রোল মডেল। এই অগ্রগতিকে ধরে রাখতে হলে আজকের তরুণেরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। আগামীতে স্মাট বাংলাদেশ গড়তে হলে নৌকার বিকল্প নেই।
এসময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আবদুল ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সদস্য শাহাবুদ্দিন ফরাজি,সদস্য নির্মল কুমার চ্যাটার্জী। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।