বগুড়া উপ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবেঃ সুজিত রায় নন্দী

1171

Published on জানুয়ারি 20, 2023
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, আগামী ১লা ফেব্রুয়ারি জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বগুড়া -৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাগেবুল আহসান রিপুর পক্ষে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাগেবুল আহসান রিপু।

মতবিনিময় সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সদস্য শাহাবুদ্দিন ফরাজি,সদস্য নির্মল কুমার চ্যাটার্জী।

সুজিত রায় নন্দী বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে বগুড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

এসময় বগুড়া জেলা- উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত