678
Published on জানুয়ারি 15, 2023নারায়ণগঞ্জ আওতাধীন ২৬ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বন্দর উপজেলার গকুল দাসের বাগস্থ চৌরাস্তা খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গনী ভূঁইয়া এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব এম.এ রশীদ।
মহানগর আওয়ামী লীগ নেতা এডঃ হাবিব আল মুজাহিদ পলুর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরী, যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আবেদ হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী নূরুন নাহার সন্ধ্যা প্রমুখ।