732
Published on জানুয়ারি 15, 2023জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আগামী নির্বাচনের জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়ন গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি শনিবার রাত ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের বিভাগীয় সমাবেশ সফল করতে মূলত ওই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
আগামী নির্বাচনের জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়ন গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে। আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশের যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিগত সময়ে হয়নি। প্রতিনিধি সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট ছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বক্তব্য রাখেন।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রতিনিধি সভায়। এর আগে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কালাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিণফুজুর রহমান মিলন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।