760
Published on জানুয়ারি 10, 2023যশোরের রানার পত্রিকার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যা মামলায় নাম ছিল বিএনপির প্রভাবশালী নেতাদের। তাই প্রভাব খাটিয়ে কৌশলে আদালত থেকে সেই মামলা খারিজ করে দেয় খালেদা জিয়ার সরকার। নিহতের স্ত্রী হাফিজা আখতার শিরিন আসামির তালিকা বাড়িয়ে আরো ১৩জনের নাম যুক্ত করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু আদালতের আইনজীবীরা বিএনপি নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে উল্টো সেই আলোচিত হত্যা মামলাটি খারিজ করে দেন।
২০০৪ সালের ১৯ এপ্রিল প্রথম আলো পত্রিকা থেকে জানা যায়, সিনিয়র আইনজীবীরা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণের পর অভিমত দিয়েছেন যে- এটি কোনো করণীক ভুল নয়। এটি পরিকল্পিত একটি বড় ভুল। এই ভুলের ধাপগুলো চিহ্নিত করা প্রয়োজন। রুলের ওপর শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী কেন বিরোধিতা করেননি সেটাও রহস্যজনক।
জানা যায়, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে ২০০১ সালের ১৭ জুন আদালত সরকারের বিরুদ্ধে রুল জারি করে। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর, ২০০৩ সালের ২০ জানুয়ারি বিচারপতি আমীরুল ইসলাম এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার রুলের শুনানি শেষে অবিশ্বাস্যভাবে মামলা খারিজ করে দেন। এই মামলার দুজন আসামি কারাগারে ছিল, বিএনপি নেতা ও তৎকালীন তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম সেসময় জামিনে ছিলেন, বাকিরা পলাতক ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাদীপক্ষকে ভাষার মারপ্যাঁচে ফেলে জানান যে, তাদের আবেদনটি গৃহীত হয়েছে। বাদীপক্ষ ২২ আসামির সঙ্গে আরো ১৩ আসামির নাম যুক্ত হয়েছে ভেবে চলে যান। পরে বিষয়টি প্রকাশ হওয়ার পর বিস্ময় প্রকাশ করেন তারাও।