ঝালকাঠিতে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

446

Published on জানুয়ারি 2, 2023
  • Details Image

ঝালকাঠিতে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ্ব আমির হোসেন আমু এম পি মহোদয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ উপলক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বই উৎসবের। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে বই উৎসবের উদ্বোধন করেন।

জেলায় এ বছর মোট এক লাখ ৬৪ হাজার ৩৭৩ জন শিক্ষার্থীকে ৬ লাখ ৫৯ হাজার ২৪৫ পিস নতুন বই দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকে ৬২ হাজার ৮৯২ শিক্ষার্থীকে তিন লাখ দুই হাজার ৮৯৫ পিস এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ এক হাজার ৪৮১ শিক্ষার্থীকে তিন লাখ ৫৬ হাজার ৩৫০ পিস বই বিতরণ করা হবে।

বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সরদার মো: শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব খান আরিফুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো: সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: রুহুল আমিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত