কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ

861

Published on ডিসেম্বর 21, 2022
  • Details Image

আওয়ামী লীগ দলের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ শুরু করেছে।

আজ বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে কার্ড বিতরণ শুরু হয়।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক,  মির্জা আজম ও এসএম কামাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে সারাদেশ থেকে ৭ হাজার কাউন্সিলর এবং লক্ষাধিক ডেলিগেট অংশ নেবেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত