সিলেটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

698

Published on ডিসেম্বর 20, 2022
  • Details Image

সিলেটে বিজয় শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

দুপুর ১২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত নানা রঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে সিলেট মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন। এসময় জয়বাংলা, জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শ্লোগানে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে তারা মহান মুক্তিযোদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যাক্ত করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত