খুলনায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত

773

Published on ডিসেম্বর 17, 2022
  • Details Image

মহান বিজয় দিবস উপলক্ষে আজ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এই বিজয় সমাবেশে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

বিজয় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক ভ্রাতুষ্পুত্র ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও বিশেষ বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ২০২১ সালে ভিশন-২১ এর সফল বাস্তবায়নের পর এখন ২০৪১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ " স্মার্ট বাংলাদেশ"- গড়ার লক্ষে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিন। "

বিএনপি জামাতকে বাংলার মানুষ আবারো লাল কার্ড দেখাবে উল্লেখ করে এস এম কামাল হোসেন শেখ হাসিনার সরকারের দেশব্যাপী উন্নয়ন কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এমপি বিএনপি জামাত অপশক্তির আস্ফালন রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক, জননেত্রী শেখ হাসিনার আমলে খুলনাসহ সমগ্র দক্ষিণ- পশ্চিমাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরেন। পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের মেগা মেগা সব প্রকল্পের কথা তুলে ধরে তিনি উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহবান জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত