ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

525

Published on ডিসেম্বর 17, 2022
  • Details Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী বাজার প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ দৌলৎপুর ইউনিয়ন শাখার আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক ও ঝিনাইদহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য আহাদুর রহমান খোকন, হরিণাকুণ্ডু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফারুক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন।

সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহব্বায়ক রাফেদুল হক সুমন।

এছাড়াও দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রানা হামিদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের নেত্রীবৃন্দ সহ আরও অনেকেই।

আলোচনা সভায় প্রধান আলোচক বলেনে, দৌলতপুর ইউনিয়নে বৃটিশ বিরোধী আন্দোলন তথা বাঙ্গালী জাতির দুইশত বছরের দ্বাসত্বের শিকল ভাঙ্গার আন্দোলনের সেই মহানায়ক বিপ্লবী বাঘাযতীনের জন্ম। এই ইউনিয়নে বিপ্লবী জনগণ সবসময়েই সোচ্চার থাকে। আগামী ২০২৪ সালের সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে নৌকায় ভোট দিতে আহব্বান জানান তিনি। দেশের কোথাও হত্যা গুম,খুন হয় না, এমনকি রমনার বটমূলে এখন আর বোমা ফাটে না । অগ্রগামী দেশ খুব ভালোভাবে চলছে বলেও জানান তিনি।

দ্বিতীয় অধিবেশনে মঙ্গল আলী দরাব কে সভাপতি ও মোহাম্মদ আলী কে সাধারণ সম্পাদক করে প্রাথমিক ভাবে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত